ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শুল্ক ফাঁকি

কাকরাইল থেকে ফক্সওয়াগন জব্দ

প্রকাশিত: ০৮:৩০, ২৫ জুলাই ২০১৬

কাকরাইল থেকে ফক্সওয়াগন  জব্দ

স্টাফ রিপোর্টার ॥ ১৬ লাখ ৮০ হাজার টাকা শুল্ক ফাঁকি দিয়ে আমদানির অভিযোগে রাজধানীর কাকরাইল থেকে একটি ফক্সওয়াগন গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। গোয়েন্দারা বলছেন, মিথ্যা ঘোষণা দিয়ে মংলা বন্দর দিয়ে গাড়িটি আমদানি করা হয়। সূত্র জানায়, খালাসের সময় দেখানো হয়েছিল গাড়িটি ১৩৯৮ সিসির এবং এর ইনভয়েস মূল্য ১৯ লাখ ৭১ হাজার ৪৪৩ টাকা। সে অনুযায়ী ১২৯.৫৮% শুল্ক হিসেবে ২৫ লাখ ৫৪ হাজার ৬৯৪ টাকা পরিশোধ করা হয়। কিন্ত তদন্তে যাচাইকালে ইউকে রেজিস্ট্রেশন অনুযায়ী সিসি পাওয়া যায় ১৯৮৪। সে হিসেবে শুল্ক হার প্রযোজ্য হবে ২১৪.৭৭% এবং মোট শুল্ক হবে ৪২ লাখ ৩৪ লাখ টাকা। এতে শুল্ক ফাঁকি হয়েছে ১৬ লাখ ৮০ হাজার টাকা। শুল্কসহ গাড়িটির মোট মূল্য ৬২ লাখ টাকা। দীর্ঘদিন গাড়িটি শুল্ক গোয়েন্দাদের নজরদারিতে ছিল।
×