ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কারা জঙ্গীদের মদদ দিচ্ছে, এ মাসেই তাদের পরিচয় প্রকাশ করা হবে ॥ মোজাম্মেল

প্রকাশিত: ০৭:৫৬, ২৫ জুলাই ২০১৬

কারা জঙ্গীদের মদদ  দিচ্ছে, এ মাসেই  তাদের পরিচয় প্রকাশ করা  হবে ॥ মোজাম্মেল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সন্ত্রাসী তৎপরতাকে কারা মদদ দিচ্ছে এবং কারা অর্থ ও অস্ত্রের যোগান দিচ্ছে, কোন রাজনৈতিক দলের কয় নেতা এসব সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত, তাদের পরিচয় এ মাসের মধ্যেই জাতির কাছে তুলে ধরা হবে। তাদের প্রত্যেকেরই বিচার করা হবে। মন্ত্রী রবিবার কালিয়াকৈর উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, একাত্তরে স্বাধীনতাবিরোধী দল ছিল জামায়াত। স্বাধীনতার পরও জাতির কাছে এজন্য ক্ষমা চায়নি। দলকে কোনভাবেই ক্ষমা করা যাবে না। কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামিল আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ জামিরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ সাহাব উদ্দিন আহসান, ইউএনও সানোয়ার হোসেন, প্রকৌশলী সরকার মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ। মন্ত্রী অনুষ্ঠানে মেধা ছাত্রছাত্রীদের মধ্যে বৃত্তির টাকা তুলে দেন এবং কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এর আগে মন্ত্রী এলজিইডির আওতায় ৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও ৩৫০ আসন বিশিষ্ট উপজেলা পরিষদ মিলনায়তন ভবন, ১ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন ভবন এবং একটি বাড়ি একটি খামার প্রকল্প ও সঞ্চয়ী উন্নয়ন ব্যাংক ভবন উদ্বোধন করেন। এছাড়া মন্ত্রী উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী বনজ, ফলদ ও বৃক্ষমেলার উদ্বোধন করেন। এ সময় তিনি প্রাণিসম্পদ উন্নয়ন ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন।
×