ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জঙ্গী ঠেকাতে গণমিছিল

প্রকাশিত: ০৪:২২, ১৯ জুলাই ২০১৬

জঙ্গী ঠেকাতে গণমিছিল

জনকণ্ঠ ডেস্ক ॥ জঙ্গীবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সতর্কতা সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসহ অন্যান্য প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সোমবার দেশব্যাপী গণমিছিল, বিক্ষোভ, সমাবেশ ও মতবিনিময় করে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : চট্টগ্রাম ॥ চট্টগ্রাম সার্কিট হাউসে সোমবার সকালে অনুষ্ঠিত হয় জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা। এতে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, জঙ্গীদের নাশকতা ও নৃশংসতায় বিতর্কিত হচ্ছে শান্তির ধর্ম ইসলাম। জঙ্গী প্রতিরোধ শুধু মসজিদের ইমামদের কাজ নয়, মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করা হবে। কারণ অধিকাংশ মসজিদে জঙ্গীরা নিজেদের মতো করে বক্তব্য প্রচারের জন্য ইমামদের ওপর চাপ দেয়। তিনি জঙ্গী প্রতিরোধে স্কুল-কলেজে অভিভাবক সমাবেশ করার ওপরও গুরুত্বারোপ করেন। সভায় বক্তব্য রাখেনÑ চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের অধ্যক্ষ আইয়ুব মিয়া এবং প্রশাসন ও সরকারী সেক্টরের কর্মকর্তারা। তারা বলেন, ১৮ থেকে ২৩ বছরের শিক্ষার্থীদের প্রতি বেশি নজর দিতে হবে। তারা যেন ধর্ম শিক্ষার অপব্যাখ্যা না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। এদিকে চট্টগ্রামে জঙ্গীদের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। সোমবার সকালে অনুষ্ঠিত ১৪ দলের সভায় সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে জনগণকে নিয়ে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়ে বলেন, আমাদের প্রত্যেককে চোখ-কান খোলা রেখে জঙ্গীবাদের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে হবে এবং এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে নজরদারি জোরদার করতে হবে। দারুল ফজল মার্কেটের কার্যালয়ে চট্টগ্রাম ১৪ দলের প্রস্তুতি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। মঙ্গলবার বিকেল ৪টায় নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হবে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলে জোটের সভা। মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেনÑ জাসদ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত, মহানগর জাসদ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, আওয়ামী লীগ নেতা চন্দন ধর, দেবাশীষ গুহ বুলবুল, কাউন্সিলর জহরলাল হাজারী, মোঃ আবুল মনসুর, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, আওয়ামী লীগ নেতা এনামুল হক মুনিরী, মোঃ জসিম উদ্দিন প্রমুখ। রাজবাড়ী ॥ সোমবার দুপুরে রাজবাড়ীতে জঙ্গীবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু। বক্তব্য দেনÑ কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন, কৃষক লীগের কেন্দ্রীয় নেতা নুরে আলম সিদ্দিকী হক, রাজবাড়ীর পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফকির আব্দুল জব্বার, রাকিবুল হাসান পিয়াল, রাশেদুল হক অমি প্রমুখ। ঠাকুরগাঁও ॥ সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ। দুপুরে শহরের বলাকা সিমেনা হলের সামনে থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেনÑ সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদিকা আয়শা সিদ্দিকা তুলি, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কামরুজ্জামান সুনাম প্রমুখ। পিরোজপুর ॥ সোমবার দুপুরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব সড়কে সমাবেশ করে। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিউল হক মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেনÑ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ভিপি ফয়সাল মাহবুব শুভ, কলেজ ছাত্র সংসদের ভিপি মাসুদ আহম্মেদ রানা, আসাদুজ্জামান রিগান প্রমুখ। রাবি ॥ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সংগঠনের ব্যানারে ক্যাম্পাসে র‌্যালি, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচী পালিত হয়। বেলা ১১টায় মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকসমাজ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে জঙ্গীবাদবিরোধী র‌্যালি বের করে। এতে অংশ নেন বিভিন্ন বিভাগের দেড় শতাধিক শিক্ষক। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ করে পুরনায় সেখানে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। লক্ষ্মীপুর ॥ জেলা যুবলীগের সমাবেশ শহরে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে তমিজ উদ্দিন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় সমাবেশটি শুরু হয়ে রাত প্রায় সাড়ে ১০টায় বিশাল জনসমাবেশে পরিণত হয়। যুবলীগ আয়োজিত সামাবেশে জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান সালাহউদ্দিন টিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। ঝিনাইদহ ॥ সোমবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর ঘুরে পোস্ট অফিস মোড়ে সমাবেশে মিলিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেনÑ জেলা আওয়ামী লীগ নেতা তৈয়ব আলী জোয়ার্দ্দার, আব্দুস সামাদ, মাসুদ আহমেদ সনজু, অশোক ধর, আসাদুজ্জামান আসাদ, কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম প্রমুখ।
×