ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কবি নির্মলেন্দু গুণের ৭২তম জন্মদিন আজ

প্রকাশিত: ০৬:২৯, ২১ জুন ২০১৬

কবি নির্মলেন্দু গুণের ৭২তম জন্মদিন আজ

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ আজ ২১ জুন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণের ৭২তম জন্মদিন। তিনি ১৯৪৫ সালের ২১ জুন নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাশতলা গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কবিকে এ বছর স্বাধীনতা পুরস্কারে সম্মানিত করা হয়। এছাড়াও তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, আলাওয়াল সাহিত্য পুরস্কার, হাসান হাফিজুর রহমান পুরস্কার, আহসান হাবীব পুরস্কার, খালেকদার চৌধুরী সাহিত্য পুরস্কার, গৌরকিশোর সাহিত্য পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কার, সমকাল-ব্র্যাক ব্যাংক সাহিত্য পুরস্কার, সিটি ব্যাংক-আনন্দ আলো পুরস্কারসহ দেশ বিদেশের বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। জন্মদিন উপলক্ষে ‘কাশবন শিক্ষা, ক্রীড়া ও কলা চর্চা কেন্দ্র’র উদ্যোগে তাঁর গ্রামের বাড়িতে, নির্মলেন্দু গুণ সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে নেত্রকোনার ‘দৈনিক বাংলার নেত্র’ কার্যালয়ে এবং জলসিঁড়ি পাঠাগারের উদ্যোগে দুর্গাপুরের গাভীনা গ্রামে কবিতা পাঠ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ড্যাফোডিল ভার্সিটিতে স্টার্টআপ এক্সপো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্ট্রিপ্রিনিউয়ারশীপ বিভাগের আয়োজনে এবং বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, ইনোভেশন এ্যান্ড ইনকিউবেশন সেন্টার (আইআইসি) ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) এর সহায়তায় ‘স্টার্টআপ এক্সপো-২০১৬’ অনুষ্ঠান ১৯, জুন বিশ^বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় ইনোভেশন এ্যান্ড ইনকিউবেশন সেন্টার (আইআইসি) এর পরিচালক আবু তাহের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি) এর পরিচালক সৈয়দ মারুফ রেজাসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শীর্ষ ব্যবস্থাপনা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। টারকি পাখি পালন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ টারকি বড় আকারের গৃহপালিত এক ধরনের পাখি। বিদেশী এ পাখি অতি সহজে পোষ মানে। খুলনার প্রত্যন্ত গ্রামে ব্যবসার ভিত্তিতে টারকি পালন করা হচ্ছে। হাঁস-মুরগির খামারের পাশাপাশি টারকি পাখি পালন করেছেন উপজেলার দাকোপ ইউনিয়নের সাহেবের আবাদ গ্রামের বিদ্যুৎ রায়। ঝুঁকি ও ব্যয় কম হওয়ায় অনেক বেকার যুবক এখন টারকি পালনে অগ্রহী হয়ে উঠেছেন। গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২০ জুন ॥ যেন সমাজ সেবার কাজ করেই মানুষটির মনে স্বস্তি মেলে। ইতোপুর্বে বয়স্কশিক্ষার কাজ করেছেন। এবার নেমেছেন গর্ভবতী মায়েদের সচেতনতার কাজে। সুস্থ মা সুস্থ শিশু এমন স্লোগানকে সামনে রেখে এগুচ্ছেন তমা রাণী। নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামে তমা রাণী গর্ভবতী মায়েদের নিয়ে বৈঠক করে আগামি দিনের সুস্থ শিশুর পৃথিবীতে আগমনের পথকে সুগম করে দিচ্ছেন। এ বৈঠকের নাম দিয়েছেন প্রতিবেশি চক্র সভা।
×