ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হেরোইনসহ নারী আটক

প্রকাশিত: ০৪:০৪, ৮ এপ্রিল ২০১৬

হেরোইনসহ নারী আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে র‌্যাব ঠাকুরমারা চোরাপাড়া এলাকা থেকে ২০০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে। ওই নারীর নাম রোজিনা বেগম। বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক বিক্রেতা রোজিনা নগরীর ঠাকুরমারা এলাকার কামরুজ্জামানের স্ত্রী। বৃহস্পতিবার র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ এপ্রিল ॥ জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়নাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উন্নয়ন প্রকল্পের গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বরাদ্দকৃত ৪ কোটি ৫১ লাখ টাকার চেক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ দোকানে সিল স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শহরতলীর পুলেরহাট বাজারে সরকারী জয়গা দখল করে নির্মাণ করা মোল্লা মার্কেটের ১২টি দোকানে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। নওগাঁয় হুমকিতে ছোট যমুনার বাঁধ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ এপ্রিল ॥ নওগাঁর বদলগাছী উপজেলার ইদ্রাকপুরে ছোট যমুনা নদীর বাঁধের সিসি ব্লক ধসে পড়ায় মারাত্মক হুমকির মুখে পড়েছে বাঁধের ওই স্থানটি। আসন্ন বর্ষা মৌসুমে নদীতে জোয়ারের পানি বেড়ে গেলে বাঁধ ভেঙ্গে পড়ে বাড়িঘরসহ বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। জানা গেছে, উপজেলার বালুভরা ইউনিয়নের ইদ্রাকপুরে ছোট যমুনা নদীর বাঁধের সিসি ব্লক ধসে গিয়ে গত বছর বর্ষা মৌসুমে নদীর বাঁধ ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছিল। কোনরকমে রক্ষা পেয়েছে এলাকাবাসীর প্রচেষ্টায়। এখন পর্যন্ত সেই হুমকির আশঙ্কাপূর্ণ বাঁধ সংস্কারে কোন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মানববন্ধন ও স্মারকলিপি নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৭ এপ্রিল ॥ শহরের কুলপদ্মী এলাকার সংখ্যালঘু উত্তম পোদ্দারের বাড়িতে মধ্যরাতে আগুন দিয়ে বসতঘর পুড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, জেলা শাখা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন। ফ্রি মেডিক্যাল ক্যাম্প নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ৭ এপ্রিল ॥ বৃহস্পতিবার বগুড়ার সান্তাহারে একটি সামাজিক সংস্থার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। শহরের নতুন বাজারে ‘আর্থ-সামাজিক উন্নয়ন সংস্থা’ নামক একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ক্যাম্পের আয়োজন করে। সকাল থেকে দুপুর দুটা পর্যন্ত ডায়াবেটিকস ও দাঁতের রোগের বিশেষজ্ঞ ডাক্তার শতাধিক রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। জাহিদ ভিপি নির্বাচিত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে গৌরনদী পৌর এলাকার গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ভিপি নির্বাচিত হয়েছে দশম শ্রেণীর ছাত্র শরীফ মোঃ জাহিদ। নির্বাচন কমিশনার নবম শ্রেনীর ছাত্রী ইশরাত জাহান ঈশিতা জানান, বৃহস্পতিবার দুপুরে স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের আট সদস্যর মধ্যে ছয় সদস্যর ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছে জাহিদ। ভুয়া পরীক্ষার্থীর কারাদ- নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ৭ এপ্রিল ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বৃহস্পতিবার ভুয়া এক এইচএসসি পরীক্ষার্থীকে এক বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্র জানায়, উপজেলার ফারাকপুর গ্রামের বয়েজ উদ্দিনের ছেলে ইমরান হোসেন (২৪) চলতি এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রে পরীক্ষার্থী রাফসান হাসানের পরিবর্তে তার ছবি সংযুক্ত করে পরীক্ষা দেয়ার সময় পরীক্ষা কেন্দ্রের কর্তব্যরত ম্যাজিস্ট্রেট তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৭ এপ্রিল ॥ গাইবান্ধা নাহিদ ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার স্থানীয় কর্মীরহাত চক্ষু হাসপাতালে ১০ দরিদ্র রোগীর মধ্যে চার লাখ ৬৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। নাহিদ ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ প্রধান অতিথি পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, কর্মীরহাতের সভাপতি এম আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক ফিরোজা বেগম, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সাবু প্রমুখ। পরে দরিদ্র হৃদরোগ, ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত আট রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা ও অন্যান্য চিকিৎসা সহায়তা বাবদ দু’জনকে ৩০ হাজার ও ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। ইয়াবাসহ আটক এক নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৭ এপ্রিল ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে পুলিশ ৩ হাজার ইয়াবা উদ্ধার করেছে। এ সময় পুলিশ হারুন মিয়া (৫২) নামে এক মাদক বিক্রেতাকে বৃহস্পতিবার ভোরে ইয়াবাসহ আটক করে। পাঁচ মাদকসেবীর দ- নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৭ এপ্রিল ॥ মাদক সেবন ও বিক্রির দায়ে গুরুদাসপুর উপজেলায় পাঁচ মাদকসেবী ও বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে উপজেলার খামার পাথুরিয়া এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৫। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আক্তারের নেতৃত্বে উপজেলার খামার পাথুরিয়া এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫। এ সময় মাদক সেবন ও বিক্রির দায়ে ৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করলে বিচারক ইয়াসমিন আক্তার প্রত্যেককে বিভিন্নমেয়াদী সাজা প্রদান করেন। দ-প্রাপ্তরা হলেন। রুহুল আমিন, আশরাফুল ইসলাম (২৫), মহির ম-ল (৫৫), খামার পাথুরিয়া গ্রামের আমিনুল ইসলাম (২৮) ও নওপাড়া এলাকার ইউসুফ আলী। বনায়নের গাছ কাটার অভিযোগ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৭ এপ্রিল ॥ কলাপাড়া-বালিয়াতলী সড়কের ইটবাড়িয়ায় সামাজিক বনায়নের গাছ কেটে সাবাড় করা হচ্ছে। একটি চিহ্নিত মহল গাছ কেটে উজাড় করে দিচ্ছে। গাছ কাটার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রেইনট্রি, চাম্বল ও মেহগনি কাছ কেটে রাখা হয়েছে। এখন নিয়ে বিক্রির অপেক্ষা। স্থানীয়রা এদের নাম প্রকাশ্যে বলতে চায় না। বনবিভাগের স্থানীয় কর্মকর্তা বেলায়াতে হোসেন জানান, তাদের কাছে কেউ লিখিত কোন অভিযোগ দেয়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান তারা। তবে যেভাবে প্রকাশ্যে বেড়িবাঁধের পাশের গাছগুলো কাটা হচ্ছে তাতে বাঁধের দুই পাশ উজাড় হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। বারি ও ব্রি পরিদর্শনেভুটানের কৃষিমন্ত্রী নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৭ এপ্রিল ॥ ভুটানের কৃষি ও বন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী লিয়েনপো ইয়েশী দর্জি বুধবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন ঝুঁকি মোকাবেলায় সহায়ক স্বল্পমেয়াদী জাত উদ্ভাবনের প্রতি গুরুত্ব আরোপ করেন এবং তার দেশকে উদ্বত্ত চাল উৎপাদনের দেশে পরিণত করতে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেন। ওইদিন দুপুরে ভুটানের মন্ত্রী গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শনে আসেন। এসময় তাকে বারির মহাপরিচালক ড. মোঃ রফিকুল ইসলাম ম-ল শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে তাঁকে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে বারির কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরে অবহিত করা হয়। এ সময় ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। মন্ত্রী ও তার সফরসঙ্গীরা ব্রি ক্যাম্পাসে পৌঁছলে ব্রির মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস তাঁদের স্বাগত জানান এবং ইনস্টিটিউটের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
×