ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: ০৫:৩৫, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্মবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুরে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এমএ ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী পীরগঞ্জের ফতেপুরের এম এ ওয়াজেদ মিয়ার সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট এবং জননেত্রী পরিষদের পক্ষ থেকেও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এছাড়া রংপুর প্রেসক্লাব, ড. ওয়াজেদ মিয়া স্মৃতি সংসদও মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করে। সাংবাদিক ফারুকের পরিবারকে ৪ লাখ টাকার চেক প্রদান স্টাফ রিপোর্টার ॥ প্রয়াত সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের পরিবারকে ৪ লাখ টাকার চেক প্রদান করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। মঙ্গলবার বিকেলে সাগর-রুনী হলে ডিআরইউ আয়োজিত আব্দুল্লাহ আল ফারুকের স্মরণ সভায় মরহুমের স্ত্রী পারভীন আক্তারের হাতে ৪ লাখ টাকার চেক তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। এ সময় মন্ত্রী ব্যক্তিগতভাবে ফারুকের পরিবারকে আরও ২ লাখ টাকা সহায়তার আশ্বাস দেন। এমআইএসটিতে সেমিনার মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) নবগঠিত স্থাপত্য বিভাগের এক বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার মিরপুর সেনানিবাসস্থ এমআইএসটির জেনারেল মুস্তাফিজ মাল্টিপারপাস হলে ‘স্থাপত্য সপ্তাহ-২০১৬’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ আব্দুল কাদির প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীদের প্রকল্প প্রদর্শনীর মধ্য দিয়ে চারদিনের এই অনুষ্ঠানের উদ্বোধনী দিনের সূচনা হয়। প্রথম দিন স্থাপত্য নকশায় ভূমিকম্প প্রতিরোধী পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। -আইএসপিআর নর্থ সাউথ ভার্সিটির সমাবর্তন ১৮ ফেব্রুয়ারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ১৯তম সমাবর্তন ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস বসুন্ধরায় বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। চার অনুষদের বিভিন্ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে উত্তীর্ণ ২১৩০ শিক্ষার্থীকে এ বছর ডিগ্রী প্রদান করা হবে। রাষ্ট্রপতি ও এনএসইউ চ্যান্সেলর সমাবর্তন অধিবেশনে সভাপতিত্ব ও ডিগ্রী প্রদান করবেন। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড, এ্যান্ড জন হপকিন্স ইউনিভার্সিটির প্রফেসর রিতা রোসি কলওয়েল সমাবর্তন বক্তব্য রাখবেন। এতে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের চেয়ারম্যান উপস্থিত থাকবেন। সমাবর্তন শোভাযাত্রায় অংশ নেবেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমএ কাসেম, অন্য ট্রাস্টি সদস্য, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং ডিগ্রী অর্জনকারী ছাত্র-ছাত্রীবৃন্দ। এ বছর নয়জন মেধাবী শিক্ষার্থীকে দেয়া হবে চ্যান্সেলর ও ভাইস চ্যান্সেলর ‘স্বর্ণপদক’। -বিজ্ঞপ্তি
×