ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিলাসবহুল গাড়ি ও সাজসজ্জায় উচ্চ ব্যয় করা যাবে না

প্রকাশিত: ০১:৪১, ১৮ নভেম্বর ২০১৫

বিলাসবহুল গাড়ি ও সাজসজ্জায় উচ্চ ব্যয় করা যাবে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ আর্থিক প্রতিষ্ঠানের অর্থে পর্ষদ চেয়ারম্যান, প্রধান নির্বাহী ও অন্যান্য পদস্থ কর্মকর্তার জন্য বিলাসবহুল গাড়ি ক্রয় নিরুৎসাহিত করতে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে উচ্চ ব্যয়ের লাগাম টানতে আর্থিক প্রতিষ্ঠানের শাখার চাকচিক্যপূর্ণ সাজসজ্জায় ব্যয় কমিয়ে আনার নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান নানাবিধ উচ্চ ব্যয় নির্বাহের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানের অর্থে পর্ষদ চেয়ারম্যান, প্রধান নির্বাহী ও অন্যান্য পদস্থ কর্মকর্তার জন্য বিলাসবহুল মোটরগাড়ি ক্রয় এবং ব্যাংক শাখার চাকচিক্যপূর্ণ সাজসজ্জায় আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে-এতে প্রতিষ্ঠানের মুনাফার উপর নেতিবাচক প্রভাব পড়ছে। যার ফলে শেয়ারহোল্ডার ও গ্রাহকগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই প্রবণতা নিরুৎসাহিত করার লক্ষ্যে ৫০ লাখ টাকার অধিক মূল্যে মোটরকার কেনা যাবে না। অবশ্য জিপ কিনলে এর পরিমাণ সর্বোচ্চ এক কোটি টাকা করা হয়েছে। প্রতিষ্ঠানের নিজস্ব অর্থে ক্রয়কৃত মোটরযানের সংখ্যা আর্থিক প্রতিষ্ঠানের জনবল ও অফিস/শাখার সম্প্রসারণের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। পর্ষদ চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর জন্য সার্বক্ষণিক গাড়ীসহ সকল যানবাহন ন্যূনতম ০৫ (পাঁচ) বছর ব্যবহারের পর প্রতিস্থাপনযোগ্য বলে বিবেচিত হবে। আর্থিক প্রতিষ্ঠানের মোটরযান ব্যবহার ও পরিচালনা ব্যয়ের তথ্য ষান্মাসিকভাবে পর্ষদ সভায় এবং বার্ষিক সাধারণ সভায় অবগতি ও পর্যালোচনার জন্য উপস্থাপন করতে হবে। প্রজ্ঞাপনে সাজসজ্জার বিষয়ে বলা হয়েছে, এখন থেকে নতুন শাখা স্থাপনের ক্ষেত্রে ৫ হাজার বর্গফুটের অধিক ফ্লোর স্পেস ব্যবহার করা যাবে না। আইটি সরঞ্জাম ছাড়া অন্যান্য খাতে (ভল্ট স্থাপন, ইন্টেরিয়র ডেকোরেশন, অফিস ফার্নিচার, ইলেকট্রিক-ইলেকট্রনিক ইত্যাদি) নতুন শাখা স্থাপনের ক্ষেত্রে প্রতি বর্গফুটের জন্য এক হাজার ৫০০ টাকার অধিক ব্যয় করা যাবে না এবং বিদ্যমান শাখা স্থানান্তরের ক্ষেত্রে প্রতি বর্গফুটের জন্য এক হাজার টাকার অধিক ব্যয় করা যাবে না। আইটি সরঞ্জাম বাবদ ব্যয়ও যুক্তিসঙ্গত পর্যায়ে রাখতে হবে।
×