ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় পুলিশ চেকপোস্টে হামলা ॥ নিহত ১, আহত ৪

প্রকাশিত: ১৮:০৪, ৪ নভেম্বর ২০১৫

আশুলিয়ায় পুলিশ চেকপোস্টে হামলা ॥ নিহত ১, আহত ৪

অনলাইন রির্পোটার ॥ আশুলিয়ায় সকালে নবীনগর-কালিয়াকৈর সড়কের বাড়ইপাড়া চেকপোস্টে দুর্বত্তরা হামলা চালালে এতে মকবুল নামে এক শিল্পপুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার শিল্পপুলিশ সদস্য। আজ বুধবার (০৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ বিষয়ে সাভার থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ রাসেল জানান, বাড়ইপাড়া চেকপোস্টে মকবুল ও নূর আলম টহল দেওয়ার সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এসময় তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাদেরকে উদ্ধার করতে এগিয়ে গেলে আহত হন অপর তিন শিল্পপুলিশ সদস্য। দু’টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা সেখানে এসেছিলো। ঘটনার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মকবুল মারা যান। নূর আলমের অবস্থা আশঙ্কাজনক। শিল্প পুলিশের পরিচালকের দায়িত্বে থাকা আশুলিয়া জোনের অতিরিক্ত পুলিশ সুপার কাওসার শিকদার বলেছেন, পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনাটিতে উগ্রপন্থীদের হাত থাকতে পারে। গত ২১ অক্টোবর রাজধানীর গাবতলীতে পুলিশ চেকপোস্টে তল্লাশীর সময় নিহত উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম মোল্লা হত্যাকান্ডের সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।
×