ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মেট্রোরেলে চালকের আসনে মরিয়ম ও আসমা

নাজনীন বেগম

প্রকাশিত: ২১:৩৩, ১৫ আগস্ট ২০২২

মেট্রোরেলে চালকের আসনে মরিয়ম ও আসমা

মরিয়ম ও আসমা

বাংলাদেশ উন্নয়ন অভিগামিতায় দ্রুততার সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছেঅবকাঠামোর দৃষ্টিনন্দন অতিগমন তেমন যাত্রাপথে যোগ করেছে অনবদ্য নব ধারাশুধু কি তাই? প্রবৃদ্ধির সার্বক্ষণিক সহযাত্রী হিসেবে লিঙ্গ বৈষম্য দূরীকরণও এক অভাবনীয় মহাপরিকল্পনাঅর্থা সমসংখ্যক নারীরাও আধুনিক ও নতুন বাংলাদেশের অংশীদারিত্ব থেকে মোটেও পিছু হটছে নাআসলে উন্নয়ন অভিযাত্রায় নারীদের জোরালো ভূমিকা শিল্পোন্নয়নে এগিয়ে যাওয়া বাংলাদেশের অনবদ্য যোগসাজশ

সামনে অবারিত হবে আরও একটি নতুন পরিবহন সম্ভারসড়ক, মহাসড়ক ছাড়াও রেলপথের আধুনিক সংস্করণ বর্তমান সরকারের অবধারিত কর্ম সফলতাসারা বাংলা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যাত্রী পরিবহনের নতুন এক উপহার মেট্রোরেলের মাঙ্গলিক যাত্রার শুভ উদ্বোধননতুন এই পরিবহন ব্যবস্থাটি দেশের জন্য এক বিস্ময় ও আনন্দ উপভোগের আবশ্যিক উপাদানতার সঙ্গে অভাবনীয় আরেক চমক মেট্রোরেলের চালকের নিয়োগে অভিষিক্ত হয়েছেন দুজন সাহসী নারীনারীরা আজ বিমান চালাচ্ছেন সন্দেহ নেইকিন্তু পরিবহনের বিভিন্ন সমৃদ্ধ খাতে নারী চালক এখন অবধি হাতেগোনার মতোনারীরা সর্বক্ষেত্রে অবারিত হলেও চালকের জায়গাটি এখনও সেভাবে আয়ত্বে আনতে একটু যেন দ্বিধান্বিত

যেমন দেশের বাস, ট্রাক, রেল, রিক্সা, ভ্যান এবং প্রাইভেটকার  চালানোর ক্ষেত্রে মেয়েদের জোর কদমে এগিয়ে যাওয়া সেভাবে দৃশ্যমান হয়নিতাই আধুনিক ও উন্নত প্রযুক্তির মেট্রোরেলের উদ্বোধনের আগেই নিয়োগের জায়গায় দুজন নির্ভীক নারীর শুভ অভিগমন সত্যিই আমাদের চমকৃতই শুধু নয় মুগ্ধতার বিস্ময়েও অভিভূত করে দেয়তেমন এক সাড়া জাগানো সংবাদ গণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগেনিঅভিনন্দন প্রথম নারী মেট্রোচালকদ্বয়-মরিয়ম আফিজা ও আসমা আক্তারকেভেতরে জিইয়ে থাকা শক্তিমান বোধের অনবদ্য স্ফুরণে প্রথম রেলযাত্রায় সংযুক্ত হওয়া মেট্রোরেলের চালকের ভূমিকায় নিজেদের নাম লেখানোর জন্য

প্রথমেই যে কোন কাজ করা অসম সাহসের ব্যাপারআগে যা কোন নারীকে দিয়ে হয়নি সেটাই আজ সফলতার দোরগোড়ায়বিস্ময়ের চমক বহুগুণ বেড়ে যাবে যদি প্রথম উদ্বোধনেই নারী চালকের আসনে বসতে পারেঅবিশ্বাস্য এক ঘটনাপ্রবাহ যা যাতায়াত ব্যবস্থাপনায় নতুন যুগের নব সম্ভাবনা তৈরি করে দেবেহরেক রকম পেশাদারিত্বে নারীদের যুগোপযোগী ভূমিকা সময়ের অনিবার্য দাবিআর যে কোন গাড়ি চালানো আসলেই একটি অন্য রকম পেশাই শুধু নয়, অনুভবের মাত্রায় ঝুঁকিপূর্ণতাকেও উপেক্ষা করার ব্যাপার থাকে নাতাই পরিবহন সূচকে নারীদের পিছিয়ে পড়া শুধু বিষয়গত দিক থেকে ভাবা চলে না

সেখানে আরও একটি গুরুত্বপূর্ণ পর্যায় থেকেই যায়সেটা হলো এই ভিন্ন মাত্রার পেশাটি এখনও নারীদের জন্য সেভাবে অবারিতও নয়তার ওপর হরহামেশা পথ দুর্ঘটনায় শারীরিকভাবে নরম স্বভাবের মেয়েদের জন্য একটু মুশকিল তো বটেইতবে সে মুশকিল আসান করতে যারা পথিকৃতের ভূমিকায় নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেলেন তাদের জন্য রইল অনেক শুভকামনানির্বিঘ্নে, নিরাপদে মরিয়ম ও আসমা তাদের হাত দিয়ে সূচনা হওয়া এই পেশাকে যেন তারা দৃঢ় মনোশক্তি আর শক্ত নজরদারিতে সামনের দিকে সফলতার সঙ্গে এগিয়ে নিতে পারেনপেছনের দিকে যেন তাকাতে না হয়- নজির তৈরি করে আরও অনুসারীর দৃষ্টি কাড়তে হবে

আধুনিক ও সময়ের প্রজন্মকে অনুপ্রাণিত করে ঝুঁকিপূর্ণ এই পেশাটিকে দক্ষতা এবং সক্ষমতার মাপকাঠিতে নিজেদের প্রমাণও করতে হবেঅন্তর নিঃসৃত ভালবাসা আর অনেক- অনেক শুভেচ্ছায় নতুন যাত্রা পথ হোক নিঃসংশয় এবং নির্ভাবনার- যা দেশ ও জাতিকে সমতাভিত্তিক রাষ্ট্র গঠনে এগিয়েও নিয়ে যাবে

×