ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিসিএস : বিষয়ভিত্তিক প্রস্তুতি

প্রকাশিত: ১৮:২৭, ১৬ মে ২০২৫

বিসিএস : বিষয়ভিত্তিক প্রস্তুতি

চাকরিপ্রার্থীদের জন্যে বিসিএস সবচেয়ে আকাক্সিক্ষত একটি চাকরি। সঠিক প্রস্তুতি এবং দিক নির্দেশনার অভাবে অনেকেই কঠোর পরিশ্রম করেও এই সোনার হরিণের দেখা পায় না। বিসিএস প্রিলিমিনারির কয়েকটি বিষয়ের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হলো।
বিষয়: বাংলা ভাষা ও সাহিত্য প্রস্তুতি
বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে প্রিলিতে মোট ৩৫টি প্রশ্ন থাকে। দুটি বিষয়ে ভাগ করে এই নম্বর বরাদ্দ করা হয়ে থাকে। এর মধ্যে একটি হচ্ছে ভাষা অংশ এবং অন্যটি সাহিত্য অংশ। ভাষা অংশের জন্য ১৫ নম্বর বরাদ্দ আছে। অন্যদিকে সাহিত্য অংশে প্রাচীন ও মধ্যযুগের সাহিত্য বিষয়ে ৫ নম্বর এবং আধুনিক যুগের (১৮০০ সন থেকে বর্তমান পর্যন্ত) সাহিত্য বিষয়ে ১৫ নম্বর বরাদ্দ থাকে।
বাংলা ভাষা (ব্যাকরণ) অংশের প্রস্তুতি
এই অংশে ভালো করতে হলে আপনাকে যে টপিকসমূহ খুবই মনোযোগের সাথে পড়তে হবে সেই টপিকসমূহ হচ্ছে, ধ্বনি, শব্দ, বাক্য, বানান এবং বাক্য শুদ্ধি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, প্রত্যয়, পরিভাষা, সমাস, বাগধারা, এককথায় প্রকাশ ইত্যাদি।
বাংলা ভাষা (সাহিত্য) অংশের প্রস্তুতি
বাংলা সাহিত্য অংশে ভালো করতে হলে আপনাকে গুরুত্বসহকারে বাংলা সাহিত্যের যুগভিত্তিক পড়াশোনা করতে হবে।
প্রাচীন ও মধ্যযুগ
এই যুুগের মধ্যে আছে মূলত চর্যাপদ। তাই একথা বলে দেয়া যায় যে, বিসিএস প্রিলিতে এই বিষয়ে প্রশ্ন আসবেই। মধ্যযুগের ক্ষেত্রেও টপিক খুব বেশি নেই। প্রাচীন যুগের চর্যাপদের পাশাপাশি মধ্যযুগের শ্রীকৃষ্ণকীর্তন, মনসা মঙ্গল কাব্য, খনার বচন, মৈথিলি কাব্য, ইউসুফ-জোলেখা ইত্যাদি টপিকসমূহ ভালো মতো পড়লে খুব সহজেই এই অংশের জন্য বরাদ্দ থাকা ০৫ নম্বর সহজেই পেতে পারেন।
আধুনিক যুগ
আপনি বাংলা সাহিত্যের ছাত্র না হলেও কয়েকজন বিশেষ সাহিত্যিকের সাহিত্য ভালোভাবে পড়লে এই অংশে অন্তত ৮০-৮৫ শতাংশ নম্বর পেতে পারেন। এই সাহিত্যিকগণ হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন, কায়কোবাদ, ফররুখ আহমদ, জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত এবং বুদ্ধদেব বসু।
বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে ভালো করার কয়েকটি সংক্ষিপ্ত টিপস
১। বিগত বছরের প্রশ্নসমূহ সমাধান বা জব সলিউশন অবশ্যই করতে হবে। এতে করে প্রশ্নপত্রের প্যাটার্ন সম্পর্কে ধারণা গড়ে উঠবে।
২। ধ্বনি, শব্দ, বাক্য, বানান ও বাক্য শুদ্ধি, প্রত্যয়, পরিভাষা, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, সমাস, এক কথায় প্রকাশের মতো টপিকের পাশাপাশি সিলেবাসে না থাকলেও কিছু কমন টপিক পড়া জরুরি। যেমন বাগধারা।
৩। আধুনিক যুগের ওপর বেশি জোর দিতে হবে। কারণ এই অংশে প্রাচীন যুগের অংশ থেকে বেশি নম্বর বরাদ্দ থাকে।
৪। ৯ম-১০ম শ্রেণির ঘঈঞই প্রকাশিত বাংলা ব্যাকরণ বোর্ড বই অবশ্যই পড়তে হবে।
৫। বাংলা সাহিত্য আধুনিক অংশের জন্য বাংলাপিডিয়ার পাশাপাশি খরাব গঈছ প্রদত্ত পিডিএফসমূহ থেকেও পড়াশোনা করলে উপকৃত হবেন।
বাংলা সাহিত্যের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এমন বাংলা পত্রিকা ও সম্পাদক এবং মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের ওপর ভিত্তি করে লেখা সাহিত্যকর্ম থেকে বিসিএস প্রিলিতে প্রায় নিয়মিতই প্রশ্ন এসে থাকে। তাই এসব বিষয়ে ফোকাস করা জরুরি।
বিষয়: ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে মোট ১০ নম্বর বরাদ্দ থাকে। বিগত বছরের প্রশ্নসমূহ বিশ্লেষণ থেকে দেখা গেছে যে, বাংলাদেশ এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা টপিকসমূহ থেকেই এ বিষয়ের প্রশ্নগুলো সাধারণত করা হয়ে থাকে।
বিষয়টিতে ভালো করার কয়েকটি টিপস
১। ভূগোল পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ৯ম-১০ম শ্রেণির বোর্ড বই থেকে পড়তে হবে।
২। বাংলাদেশের অবস্থান, সীমানা, সীমান্ত, সমুদ্রসীমা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বাংলাদেশের ওপর দিয়ে যাওয়া বিভিন্ন রেখা সম্পর্কে ভালোভাবে জানতে হবে।
৩। বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অঞ্চলের অবস্থান বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে।
৪। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় এমন খনিজ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ে ভালোভাবে জানতে হবে।
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
এ বিষয়ে বিসিএস প্রিলিতে মোট ১০টি প্রশ্ন থাকে। নৈতিক মূল্যবোধ ও সুশাসন বিষয়ের গুরুত্বপূর্ণ টপিকসমূহ হচ্ছে, সুশাসনের ধারণা ও সংজ্ঞা, মূল্যবোধের ধারণা, সংজ্ঞা ও উপাদান, বিশ্বব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক নির্দিষ্ট করে দেয়া সুশাসনের উপাদানসমূহ।
এ বিষয়ে ভালো করার কয়েকটি টিপস
১। এ বিষয়ে বাজারের যেকোনো বই পড়লে প্রশ্ন কমন পাবেন।
২। কোনো সংজ্ঞা কে বা কোন প্রতিষ্ঠান দিয়েছে, নৈতিক মূল্যবোধ ও সুশাসনের ক্ষেত্রে কোন বিষয়টি অপরিহার্য বা অপরিহার্য নয় এ ধরনের বিষয়সমূহ খুব ভালো ভাবে জানতে হবে।
চাকরি বাজার ডেস্ক

প্যানেল

×