ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সুখবর, মাসে পাবেন ১ লাখ টাকা পেনশন 

প্রকাশিত: ১৮:২০, ২০ সেপ্টেম্বর ২০২৩

সুখবর, মাসে পাবেন ১ লাখ টাকা পেনশন 

পেনশন। প্রতীকী ছবি। 

বিনিয়োগের অন্যতম ভালো মাধ্যম হলো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এলআইসি)। বিভিন্ন সময়ে গ্রাহকদের আর্থিক লক্ষ্যের কথা মাথায় রেখে দুর্দান্ত সব প্ল্যান বাজারে এনেছে তারা। এমনকি গ্রাহকদের পেনশনের সুবিধার জন্যও দুর্দান্ত প্ল্যান আনা হয়েছে।

যারা পেনশন পেতে চান, তাদের জন্য এলআইসি-র জীবন শান্তি স্কিমের অধীনে গ্রাহকরা ১ লাখ টাকারও বেশি পরিমাণ টাকা মাসিক পেনশন হিসেবে পেতে পারেন।

সম্প্রতি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অ্যানুইটির হার আপডেট করেছে এলআইসি। এখন পলিসিহোল্ডাররা নিজেদের প্রিমিয়ামের জন্য আরো বেশি পেনশন পেতে পারবেন।

এলআইসি জীবন শান্তি মূলত তাদের জন্যই তৈরি করা হয়েছে, যারা মাসিক, ষান্মাষিক, বার্ষিক অথবা ত্রৈমাসিক ভিত্তিতে নিয়মিত উপার্জন করতে চান। যারা সময়ের আগেই অবসর নেবেন, তারা এই স্কিমের উপযোগিতা লাভ করতে পারেন। এমনকি একটা মাত্র প্রিমিয়াম দিলেই পলিসিহোল্ডাররা নিজেদের আর্থিক লক্ষ্য পূরণ করতে সক্ষম হবেন।

এই স্কিমে বিনিয়োগের ক্ষেত্রে কোনো রকম উর্ধ্বসীমা নেই। গ্রাহক নিজের মাসিক উপার্জনের উপর ভিত্তি করে নিজের চাহিদা অনুযায়ী পেমেন্ট করতে পারবেন। এলআইসি ক্যালকুলেটর অনুযায়ী, একটা দুর্দান্ত মাসিক পেনশন পাওয়ার জন্য একটা বড় পরিমাণ অর্থ প্রদান করতে হতে পারে। বিষয়টা সহজ করে উদাহরণ দিয়েই বোঝানো যাক।

ধরা যাক, কোনো গ্রাহক মাসিক ১ লাখ টাকা পেনশন পেতে চাইছেন, তাহলে ১২ বছর ধরে তাকে ১ কোটি টাকা বিনিয়োগ করে যেতে হবে। এই মেয়াদ শেষ হলে প্রতি মাসে তিনি ১.০৬ লাখ টাকা করে পেয়ে যাবেন।

আবার যদি কেউ ১০ বছরের জন্য বিনিয়োগ করতে চান, তাহলে তিনি মেয়াদ শেষে মাসিক পেনশন হিসেবে ৯৪৮৪০ টাকা পেতে পারেন। তবে যারা মাসিক পেনশন হিসেবে ৫০ হাজার টাকা পেতে চান, তাদের ৫০ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। ১২ বছরের জন্য বিনিয়োগ করলে প্রতি মাসে ৫৩৪৬০ টাকা পেতে পারেন সেই গ্রাহক।

 

এম হাসান

×