ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ভারত যেসব সশস্ত্র গোষ্ঠীকে পাকিস্তানের মদদপুষ্ট বলে অভিযুক্ত করে

প্রকাশিত: ০১:২৫, ১০ মে ২০২৫

ভারত যেসব সশস্ত্র গোষ্ঠীকে পাকিস্তানের মদদপুষ্ট বলে অভিযুক্ত করে

ছবি আলজাজিরা

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এপ্রিল মাসে কাশ্মীরের পাহেলগামে ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনার পর। ভারত দাবি করছে, এই হামলার পেছনে রয়েছে The Resistance Front (TRF) নামের একটি সশস্ত্র গোষ্ঠী, যা নাকি পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (LeT)-র শাখা। পাকিস্তান অবশ্য এ অভিযোগ অস্বীকার করে হামলার নিন্দা জানিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।

ভারতের অভিযোগ, পাকিস্তান দীর্ঘদিন ধরে কাশ্মীর অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর মদত দিয়ে আসছে। চারটি সংগঠনকে নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন ভারত:

১. দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)

  • উৎপত্তি: ২০১৯ সালে, ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর।
  • চরিত্র: ইসলামি নাম ব্যবহার না করলেও এটি মূলত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, যারা কাশ্মীরের "গণতান্ত্রিক পুনর্গঠন" ও "বহিরাগতদের স্থায়ী বসবাসের" বিরোধিতা করে।
  • সম্পর্ক: ভারত দাবি করে, TRF আসলে লস্কর-ই-তইবা-র একটি ফ্রন্ট সংগঠন।
  • কার্যকলাপ: ২০২০ সাল থেকে ছোট ছোট হামলা ও টার্গেট কিলিংয়ের দায় স্বীকার করেছে; ২০২৫ সালের এপ্রিলের পাহেলগাম হামলার দায়ও নেয় তারা।

২. লস্কর-ই-তইবা (LeT)

  • উৎপত্তি: ১৯৯০ সালের দিকে, পাকিস্তানে হাফিজ সাঈদের নেতৃত্বে গঠিত।
  • উদ্দেশ্য: কাশ্মীরকে ভারতের হাত থেকে “মুক্ত” করা।
  • অভিযুক্ত হামলা:
  • ২০০১: ভারতীয় পার্লামেন্টে হামলা।
  • ২০০6: মুম্বাই ট্রেন বিস্ফোরণ (১৮৯ নিহত)।
  • ২০০৮: মুম্বাই হামলা (১৬৬ নিহত)।

প্রশিক্ষণ কেন্দ্র: ভারত দাবি করেছে, পাঞ্জাবের মুরিদকেতে LeT-এর ঘাঁটিতে তারা মিসাইল হামলা চালিয়েছে।

বর্তমান অবস্থা: পাকিস্তান বলছে LeT নিষিদ্ধ; হাফিজ সাঈদ বর্তমানে “সন্ত্রাসে অর্থ জোগান”-এর মামলায় ৩১ বছরের সাজায় কারাবন্দি।

৩. জইশ-ই-মুহাম্মদ (JeM)
উৎপত্তি: ২০০০ সালের দিকে, মাসুদ আজহার কর্তৃক গঠিত।

ইতিহাস: মাসুদ আজহারকে ১৯৯৯ সালে ভারতীয় বিমান ছিনতাইয়ের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছিল।

সংগঠনটি আল-কায়েদা ও তালেবানের সঙ্গেও সংশ্লিষ্ট।

অভিযুক্ত হামলা:

  • ২০০১: ভারতীয় পার্লামেন্টে হামলায় LeT-এর সঙ্গে জড়িত।
  • ২০১৯: পুলওয়ামা আত্মঘাতী হামলায় ৪০ ভারতীয় জওয়ান নিহত।

বর্তমান অবস্থা: পাকিস্তানে নিষিদ্ধ, তবে ভারত দাবি করে তারা এখনও পাঞ্জাবের বাহাওয়ালপুরে সক্রিয়। আজহারের অবস্থান এখন অজানা।

৪. হিযবুল মুজাহিদিন (HuM)

  • উৎপত্তি: ১৯৮৯ সালে, কাশ্মীরি নেতা মুহাম্মদ আহসান দারের নেতৃত্বে।
  • চরিত্র: এটি কাশ্মীরি স্বতন্ত্র গোষ্ঠী, যারা পুরো কাশ্মীরকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার পক্ষে।
  • কার্যকলাপ:
  • দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান, কুলগাম ও পুলওয়ামা জেলায় শক্তিশালী উপস্থিতি।
  • ২০১৬ সালে হিযব কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হয়।
  • যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি: ২০১৭ সালে হিযবকে “বিদেশি সন্ত্রাসী সংগঠন” হিসেবে ঘোষণা দেয়।
  • ঘোষণা: হিযব নেতা রিয়াজ নাইকু ২০১৮ সালে আল জাজিরাকে বলেন— "আমাদের দাবি খুব সাধারণ—স্বাধীনতা। পাকিস্তান আমাদের আদর্শিক ও নৈতিক বন্ধু"।

এই চারটি গোষ্ঠীর কার্যক্রম ও অস্তিত্বকে ঘিরেই ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নতুন করে আরও বিস্ফোরক হয়ে উঠেছে। বিশেষ করে এপ্রিলের পাহেলগাম হত্যাকাণ্ড এবং মে মাসের ভারতীয় প্রতিশোধমূলক হামলা দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থার আশঙ্কা বাড়িয়ে তুলেছে।

এসএফ

তথ্যসূত্র: আলজাজিরা

×