ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সিঁদুর পরিয়ে বিয়ে করলেন দুই তরুণী

প্রকাশিত: ২০:৪৮, ২৩ মে ২০২৩

সিঁদুর পরিয়ে বিয়ে করলেন দুই তরুণী

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই তরুণী।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে বন্ধুত্ব। একপর্যায়ে আলাপচারিতায় মাঝেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুই তরুণী। কিন্তু সমাজ তো মানবে না সেই সম্পর্ক। মানেনি পরিবারের সদস্যরাও। কিন্তু প্রেম তো কোনও বাধা মানে না।

প্রেমের টানে মৌমিতা মজুমদার (সনু) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে কলকাতায় এসে কালীমন্দিরে বিয়ে করলেন সঙ্গীনি মৌসুমী দত্তকে। রীতিমতো গায়ে হলুদ দিয়ে, মালাবদল করে, সিঁদুর পরিয়ে বিয়ে সারলেন বনগাঁর মৌমিতা। গতকাল সোমবার রীতি মেনে টোপর-মালা পরে বিয়ে সেরে ফেললেন এই দুই তরুণী।

এবার থেকে তারা দুই জন একসঙ্গে থাকবেন জানিয়ে মৌমিতা বলেন, ‘আমি মৌসুমিকে ভালোবাসি। ওঁকে ছাড়া আমি বাঁচতে পারব না। পানি ছাড়া যেমন গাছ বাঁচে না, মৌসুমিকে ছাড়া তেমনি আমি বাঁচব না। আমি আমার পরিবারকে বলেছিলাম আমি ওঁর কাছে যাব। কিন্তু তারা রাজি হননি। তারা আমাদের সম্পর্ক মানবেনা, তাই নিরুপায় হয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি।’

তিনি বলেন, ‘আমরা জানি সমাজ আমাদের মানবে না। কিন্তু বাঁচলেও ওঁর সঙ্গে, মরলেও ওঁর সঙ্গে। পুলিশ প্রশাসন যদি আমাদের মেরে ফেলতে চায় তাহলে আমাদের দুজনকে একসঙ্গে মেরে ফেলতে হবে। আর যদি বাঁচিয়ে রাখতে চায় তাহলে দুজনকেই রাখতে হবে।’

এমএইচ

সম্পর্কিত বিষয়:

×