
বেথ নিল এবং মাইলস ক্লোটিয়ার
দক্ষিণ আফ্রিকার বেথ নিল এবং কানাডার মাইলস ক্লোটিয়ার দুজনেই ডুবুরি। দক্ষিণ আফ্রিকায় থাকেন তারা। পানির নিচে ৪ মিনিট ৬ সেকেন্ড ধরে চুম্বন করে এবার বিশ্বরেকর্ড গড়েছেন এই দম্পতি। বেথ এবং মাইলস এমন রেকর্ড গড়ার প্রশিক্ষণ শুরু করেছিলেন মালদ্বীপে যাওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই। এই দম্পতি পানির নিচের শূট করা চলচ্চিত্র নির্মাতা। তিন বছর আগে তারা এই কনসেপ্ট নিয়ে এসেছিলেন। কয়েক সপ্তাহ ধরে প্রশিক্ষণ করেছিলেন তারা। -ইয়াহু নিউজ