
যুবক অস্ত্রসহ গ্রেফতার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। বিক্ষোভ মিছিলে ইমরান খান ও তার নেতাকর্মীদের লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) পাঞ্জাবের ওয়াজিরাবাদে একটি বিক্ষোভ মিছিলে ইমরান খানকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে পায়ে গুলিবিদ্ধ হন তিনি। সেই সাথে আহত হন আরও বেশ কয়েকজন নেতাকর্মী। তবে আপাতত বিপদ মুক্ত ইমরান খান। সমর্থকরা বলছেন, তাকে হত্যার জন্যই গুলি ছোড়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গুলি ছোড়ার পরই উপস্থিত জনগণের হাতে ধরা পড়ে ওই যুবক। সেখানে তাকে গণপিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। এরপরই পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। পুলিশ বলছে, ওই যুবক একাই এ হামলা চালিয়েছে। তবে এর সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
এসএম