
ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ৫ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)।
শুক্রবার (২১ অক্টোবর) পাকিস্তানের গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ ইসলামাবাদে ইসিপি সচিবালয়ে এই রায় ঘোষণা করেন।
দেশটির সংবিধানের ৬৩(১) ধারা মোতাবেক এ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি।
ইসিপি জানায়, তোষাখানা মামলায় মিথ্যা তথ্য জমা দেওয়ায় পিটিআই প্রধান ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
রায় ঘোষণার পর পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী বলেন, ইসিপির এই রায় ২২ কোটি মানুষের মুখে চড়। দেশের জনগণ ছাড়া ইমরান খানকে কেউ অযোগ্য ঘোষণা করতে পারে না।
এমএইচ