ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্টেপানাকার্টে হামলা

অস্ত্রবিরতির জন্য আজারবাইজানের শর্তারোপ

প্রকাশিত: ২৩:৪৪, ৬ অক্টোবর ২০২০

অস্ত্রবিরতির জন্য আজারবাইজানের শর্তারোপ

অস্ত্রবিরতির জন্য আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিইয়েভ বেশ কিছু শর্ত আরোপ করেছেন। তবে আর্মেনীয় নেতার পক্ষে এসব শর্ত মেনে নেয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতির উদ্দেশে দেয়া রবিবার অগ্নিগর্ভ ভাষণে আলিইয়েভ সতর্ক করে বলেন, আর্মেনীয় নেতার আগেই ভাবা উচিত ছিল। এখন অনেক দেরি হয়ে গেছে। বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চলের কর্তৃত্ব নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। আর্মেনীয় বাহিনীর উদ্দেশে আজারবাইজানের প্রেসিডেন্ট শর্ত দিয়ে বলেন, আমাদের এলাকা অবশ্যই ছেড়ে যেতে হবে। ইয়েরেভানকে আজারবাইজানের আঞ্চলিক অখ-তার কথা স্বীকার করতে হবে। তাকে ক্ষমা চাইতে হবে আজারবাইজানের জনগণের কাছে এবং তাকে স্বীকার করতে হবে, যে অঞ্চল নিয়ে যুদ্ধ চলছে সেটি আর্মের্নিয়ার অংশ নয়। আলিইয়েভ আরও বলেন, নাগোর্নো-কারাবাখ আমাদের ভূমি। আমাদেরকে সেখানে ফিরতে হবে এবং আমরা এখনি তা করছি। তিনি বলেন, এটিই শেষ। আমরা তাদের দেখিয়েছি আমরা কি। আমরা তাদের কুকুরের মতো তাড়া করছি। এদিকে রবিবার বিচ্ছিন্ন নাগোর্নো-কারাবাখ অঞ্চলের প্রধান নগরী স্টেপানাকার্টে নতুন করে হামলা করেছে আজারবাইজান। আজারবাইজান কর্তৃপক্ষ বলেছে, স্টেপানাকার্ট থেকে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের রকেট হামলার জবাবে এই পাল্টা ব্যবস্থা নেয়া হয়েছে। শনিবার বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চলে তীব্র সংঘর্ষ হয়, এতে আর্মেনিয়া তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছে। -এএফপি
×