ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চীনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থন

প্রকাশিত: ০৫:০১, ১৮ এপ্রিল ২০২০

চীনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থন

অনলাইন ডেস্ক॥ করোনা ভাইরাসের সংকট নিয়ন্ত্রণে এলে বিশ্বের সকল দেশকেই চীনের মতো মৃতের সংখ্যা সংশোধন করতে হবে। শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমন মন্তব্য করা হয়েছে। চীনে হঠাৎ করে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০ শতাংশ বেড়ে যায়। মৃতের সংখ্যা হঠাৎ বাড়িয়ে দেখানোর কারণ হিসেবে চীনের কর্তৃপক্ষ বলেছে, কিছু মৃত্যুর ঘটনা ভুলক্রমে বাদ পড়ে গিয়েছিল। সেসব তথ্য বিশ্লেষণ করে উহানে মৃতের সংখ্যা পুনরায় প্রকাশ করা হয়েছে। এমন সময় মৃতদের তালিকা সংশোধন করা হলো যখন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা করোনাভাইরাসে মৃত ও আক্রান্তের বিষয়ে চীনের দেওয়া হিসাব নিয়ে সন্দিহান। তবে বেইজিং এ অভিযোগ নাকচ করে আসছে বার বার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, গত ডিসেম্বরে উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হন। ভাইরাসের প্রাদুর্ভাবে শহরটি একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল। ফলে স্থানীয় কর্তৃপক্ষ সব মৃত ও আক্রান্তের পরিসংখ্যান রাখতে পারেনি। শুক্রবার জেনেভার সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কভিড-১৯ বিষয়ক কারিগরি প্রধান মারিয়া ভন কেরখোভে বলেন, প্রাদুর্ভাব যখন ব্যাপক হারে ছড়িয়ে পড়ে তখন সবসময় আক্রান্ত ও মৃতের সংখ্যা সঠিকভাবে লিপিবদ্ধ করা কঠিন হয়ে পড়ে। আমি মনে করি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ হওয়ার পর বিশ্বের সব দেশকেই একদিন মৃত ও আক্রান্তের সংখ্যায় সংশোধন আনতে হবে। উল্লেখ্য, চীনের পক্ষ নেয়ার অভিযোগে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থায়ন বন্ধের ঘোষণা দেন।এমন পরিস্থিতিতে আবার চীনের পাশে দাঁড়ালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
×