ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে বিকল্প সরকার গঠনের পদক্ষেপ

প্রকাশিত: ১১:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০২০

 আফগানিস্তানে বিকল্প সরকার গঠনের পদক্ষেপ

আফগানিস্তান সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ তার ঘোষিত বিকল্প সরকার গঠনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে সেদেশের একটি প্রদেশের গবর্নর নিয়োগ দিয়েছেন। গত মঙ্গলবার আফগানিস্তানের নির্বাচন কমিশন গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট আশরাফ গনিকে পুনর্নিবাচিত করে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ ওই ফল প্রত্যাখ্যান করেন। তিনি নিজেকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করে আফগানিস্তানে বিকল্প সরকার গঠনের ঘোষণা দেন। সে ঘোষণার অংশ হিসেবে তিনি ‘সারপোল’ প্রদেশের প্রাদেশিক পরিষদের বর্তমান প্রধান মোহাম্মাদ নুর রহমানিকে ওই প্রদেশের গবর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগের খবর প্রচারিত হওয়ার পরপরই আব্দুল্লাহ আব্দুল্লাহ শত শত সমর্থক প্রাদেশিক গবর্নরের দফতরের সামনে সমবেত হয়ে রহমানির সমর্থনে মিছিল করেছেন। শনিবার আফগানিস্তান সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ সেদেশের জুযজান ও পাঞ্জশির প্রদেশের গবর্নর নিয়োগ দেবেন বলে কথা রয়েছে। -ওয়েবসাইট
×