ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

২৯ নিরাপত্তারক্ষীকে হত্যা তালেবানের

প্রকাশিত: ০৯:১৪, ৩১ জানুয়ারি ২০২০

২৯ নিরাপত্তারক্ষীকে হত্যা তালেবানের

সরকারী বাহিনীগুলোর স্থল ও বিমান হামলার শিকার হওয়ার পর পাল্টা হামলা চালিয়ে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ২৯ সদস্যকে হত্যা করেছে তালেবান। সরকারী বাহিনীগুলো স্থল ও বিমান হামলা চালিয়ে ৫১ তালেবান যোদ্ধাকে হত্যা করেছে বলে রবিবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল। রয়টার্স। কিন্তু তালেবান দ্রুতই পাল্টা হামলা চালায়। সোমবার রাতে তারা উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের রাজধানী পাল আ খুমরি শহরের একটি পুলিশ স্টেশনে হামলা চালায়। এখানে তারা ১৪ পুলিশ সদস্যকে হত্যা করে বলে প্রাদেশিক পরিষদের প্রধান সাফদর মুহসেনি জানিয়েছেন। এরপর মঙ্গলবার রাতে তারা কুন্দুজের কয়েকটি সিকিউরিটি চেকপয়েন্টে হামলা চালায়। এখানে সেনাবাহিনীর ১৫ সদস্য নিহত হয় বলে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান। এসব হামলার দায় স্বীকার করেছে তালেবান। ুকুন্দুজের হামলায় নিরাপত্তা বাহিনীর ৩৫ সদস্য ও বাঘলানের হামলায় ১৭ জন নিহত হয়েছে বলে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন।
×