ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জলবায়ু পরিবর্তন বুঝতে ডিগ্রী থাকতে হয় না ॥ গ্রেটা

প্রকাশিত: ০৮:১৪, ২৫ জানুয়ারি ২০২০

 জলবায়ু পরিবর্তন বুঝতে ডিগ্রী থাকতে  হয়  না ॥ গ্রেটা

বিশ্বজুড়ে সাড়া জাগানো জলবায়ু কর্মী সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গ বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বুঝতে অনেক বেশি ডিগ্রী অর্জন করতে হয় না। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নাচিনের করা মন্তব্যের জবাবে এ কথা বলেন তিনি। স্টিভেন বলেছিলেন, গ্রেটার অর্থনীতি বিষয়ে পড়াশোনা করা উচিত। তাহলে তিনি বুঝবেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে কি সম্পর্কিত রয়েছে। খবর ইয়াহু নিউজের। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যবস্থা নেয়ার দাবিতে ২০১৮ সালে প্রতি শুক্রবার সুইডিশ পার্লামেন্টের বাইরে অবস্থান নেয়া শুরু করেন স্কুলছাত্রী গ্রেটা থানবার্গ। তার এই অবস্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে বেগবান হয় জলবায়ু আন্দোলন। তার প্রতি সমর্থন জানিয়ে দুনিয়াজুড়ে এই আন্দোলনে শামিল হন লাখ লাখ মানুষ। সুইজারল্যান্ডের ডাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে মার্কিন অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে থানবার্গ যে জীবাশ্মা জ্বালানি নিয়ে কথা বলছেন তা নিয়ে তার মন্তব্য কি। জবাবে তিনি বলেন, ‘তিনি কি প্রধান অর্থনীতিবিদ। আমি আসলে জানি না। সে কলেজে গিয়ে অর্থনীতি পড়াশোনা শেষ করুক। তারপর এসে আমাদের বুঝিয়ে বলুক।’ স্টিভেন নাচিন নিজে ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির ওপরে স্নাতক করেছেন।
×