ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঘৃণা রুখতে অনলাইনে বার্তা ছাড়বেন আরডার্ন

প্রকাশিত: ০৯:১৩, ৬ ডিসেম্বর ২০১৯

ঘৃণা রুখতে অনলাইনে বার্তা ছাড়বেন আরডার্ন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ঘৃণা প্রচার বন্ধের উদ্যোগ নিয়েছেন। তিনি মনে করেন ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিদ্বেষপূর্ণ হামলা ঠেকাতে ভূমিকা রাখতে পারে। বৃহস্পতিবার এপিকে দেয়া একান্ত সাক্ষাতকারে জেসিন্ডা আরডার্ন এ কথা বলেন। নিউজিল্যান্ডের দুটি মসজিদে চলতি বছরের ১৫ মার্চ একজন উগ্রবাদী খ্রীস্টানের হামলায় অন্তত ৫১ জন মুসলিম নিহতের পর জেসিন্ডা আরডার্ন এ কথা বলেন। আরডার্ন বলেন, পরীক্ষামূলক আমি ঘৃণা বন্ধে ইন্টারনেটে বার্তা ছাড়তে চাই। আমি আমার মতো করে সামাজিক মাধ্যমে এসব বার্তা পোস্ট করতে চাই। তিনি বলেন, আমি মনে করি আমাদের নিজ নিজ অবস্থান থেকে সকল প্রকার উগ্রপন্থার বিরুদ্ধে দাঁড়ানো দরকার।-এপি
×