ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ জাহাজ স্টেনা ইমপেরো ছেড়ে দিয়েছে ইরান

প্রকাশিত: ০৮:৪৮, ২৮ সেপ্টেম্বর ২০১৯

 ব্রিটিশ জাহাজ স্টেনা ইমপেরো ছেড়ে দিয়েছে ইরান

ব্রিটিশ পতাকাবাহী জাহাজ স্টেনা ইমপেরো ছেড়ে দিয়েছে ইরান। শুক্রবার এটি চলা শুরু করে এবং দেশটির বন্দর আব্বাস ত্যাগ করেছে। গত জুলাইয়ে তেলবাহী এই জাহাজটি হরমুজ প্রণালী থেকে আটক করেছিল ইরানের বিপ্লবী বাহিনী। এর দুই সপ্তাহ আগে জিব্রাল্টার উপকূল থেকে ইরানের একটি তেলবাহী জাহাজ আটক করেছিল ব্রিটেন। এরই জবাবে জাহাজ স্টেনা ইমপেরোকে আটক করে ইরান। গত আগস্টে ইরানের বিশাল তেলবাহী ওই জাহাজটিকে ছেড়ে দেয়া হয়। স্টেনা ইমপেরো জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের পোর্ট রশিদে যাওয়ার কথা রয়েছে। ট্র্যাকিং ডেটা থেকে জানা যায়, জাহাজটি ২৫০ কিলোমিটার দূরবর্তী বন্দর রশিদের দিকে যাচ্ছে। স্বাভাবিক গতিতে চললে, এটিকে ওই বন্দরে পৌঁছাতে অর্ধেক দিন সময় লাগবে। জাহাজের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান সুইডেনের স্টেনা বাল্কের মুখপাত্র শুক্রবার বলেন, ‘জাহাজটি যাত্রার প্রস্তুতি নিচ্ছে।’ –বিবিসি
×