ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কাশ্মীর ইস্যুতে এক ভারতীয় কর্মকর্তার পদত্যাগ

প্রকাশিত: ০৮:৪০, ২৬ আগস্ট ২০১৯

 কাশ্মীর ইস্যুতে এক ভারতীয় কর্মকর্তার  পদত্যাগ

জম্মু ও কাশ্মীরের লাখ লাখ মানুষের অধিকার খর্ব করায় ‘ব্রিবত’ এক ভারতীয় প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেছেন। বিশেষ মর্যাদা বাতিল করার পর কয়েক সপ্তাহ ধরে জম্মু ও কাশ্মীরের লোকদের ‘মৌলিক অধিকার’ খর্ব করা তার পদত্যাগের অন্যতম কারণ বলে জানিয়েছেন আইএএস কর্মকর্তা কান্নান গোপীনাথন। এনডিটিভি। এনডিটিভিকে তিনি বলেন, ‘আমরা পদত্যাগের কারণে কোথাও কোন প্রভাব পড়বে না, কিন্তু আমার মনে হয় নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকা উচিত।’ ভারতের কেন্দ্রশাসিত দাদরা ও নগর হ্যাভেলির কয়েটি গুরুত্বপূর্ণ বিভাগের সচিব ৩৩ বছর বয়সী গোপীনাথন। তিনি লোকসানে থাকা একটি সরকারী বিদ্যুত বিতরণ প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। গত বছর কেরালার ভয়াবহ বন্যার সময় পরিচয় গোপন রেখে টানা আট দিন বিভিন্ন ত্রাণ শিবিরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন তিনি, বন্দর থেকে ত্রাণসামগ্রী নামিয়ে মাথায় করে তা ত্রাণ শিবিরে বয়ে নিয়ে গিয়েছিলেন।
×