ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২১ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

মোজাম্বিকে সরকার ও বিরোধীদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০৭:৪৫, ৩ আগস্ট ২০১৯

 মোজাম্বিকে সরকার ও  বিরোধীদের মধ্যে  শান্তি চুক্তি স্বাক্ষর

মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপ নিউসি ও রিনামো বিরোধী দলীয় নেতা ওসুফো মোমেদ দেশটিতে কয়েক দশক ধরে চলা সামরিক লড়াইয়ের আনুষ্ঠানিকভাবে অবসানের লক্ষ্যে বৃহস্পতিবার একটি যুগান্তকারী চুক্তি স্বাক্ষর করেছেন। রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানায়। মোজাম্বিকের কেন্দ্রস্থলের গোরোনগোসা জাতীয় উদ্যানে চুক্তিটি স্বাক্ষর হয়। -এএফপি সরাসরি সম্প্রচার করা এ অনুষ্ঠানে দেখা যায়, গোরোনগোসা উদ্যানে করা মঞ্চে শান্তি চুক্তি স্বাক্ষর করার পর দুই নেতা পরস্পরকে জড়িয়ে ধরেন। সেখানে একটি সাদা কাপড়ে লেখা রয়েছে ‘শান্তি : সামরিক লড়াই অবসানের চূড়ান্ত চুক্তি। বৃহস্পতিবারের চুক্তি স্বাক্ষরের মধ্যদিয়ে রিনামোর মহান নেতা আফোনসো ধলাকামার উদ্যোগে শুরু হওয়া দীর্ঘ শান্তি আলোচনার সফল অবসান ঘটল। মোজাম্বিকে সাধারণ নির্বাচনের মাত্র কয়েকমাস আগে এটা করা হলো। আগামী অক্টোবরে দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত বছরের মে মাসে অলাকামা ইন্তেকাল করেন। ধলাকামার উত্তরসূরি রিনামোর নতুন নেতা মোমেদ বলেন, ‘আমরা আমাদের দেশের জনগণ ও বিশ্বকে এই মর্মে আশ্বস্ত করতে চাই যে আমাদের মতপার্থক্য দূর করার একটি উপায় হিসেবে সংঘাতের মানসিকতাকে আমরা কবর দিয়েছি।’
×