ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

কপ্টার ও বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যেসব বিশ্বনেতা হেলিকপ্টার বি

প্রকাশিত: ২১:২৬, ২০ মে ২০২৪

কপ্টার ও বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যেসব বিশ্বনেতা  হেলিকপ্টার বি

কপ্টার ও বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যেসব বিশ্বনেতা

হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এর আগেও এমন হেলিকপ্টার ও বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন বেশ কয়েকজন বিশ্বনেতা। এ তালিকায় আছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জিয়া-উল-হক, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী এবং ইরাকের সাবেক প্রেসিডেন্টও। রাইসির মৃত্যুর পর সোমবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। খবর এনডিটিভির।

রইসিই প্রথম নন, এর আগেও বেশ কয়েকজন বিশ্বনেতা হেলিকপ্টার ও বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর খবর অনুযায়ী, ১৯৩৬ সালে তৎকালীন সুইডিশ প্রধানমন্ত্রী আরভিড লিন্ডম্যানকে বহনকারী বিমান ঘন কুয়াশার মধ্যে চলাচলের সময় বিধ্বস্ত হয়। এতে নিহত হন লিন্ডম্যান। ১৯৪০ সালে দুর্ঘটনায় নিহত হন প্যারাগুয়ের প্রেসিডেন্ট মার্শাল হোসে ফেলিক্স।

১৯৫৮ সালে ব্রাজিলের তৎকালীন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট নেরিউ রামোস বিমান বিধ্বস্তে প্রাণ হারান। ১৯৫৯ সালে নিহত হন মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বার্থেলেমি বোগান্ডা। এ তালিকায় আরও আছেন ১৯৬৬ সালে নিহত হওয়া ইরাকের প্রেসিডেন্ট আবদুল সালাম আরিফ। ১৯৬৯ সালে নিহত হন বলিভিয়ার প্রেসিডেন্ট রেনে ব্যারিয়েন্টোস।

১৯৮০ সালে পর্তুগিজ সাবেক প্রধানমন্ত্রী ফ্রান্সিসকো সা কার্নেইরো এবং প্রতিরক্ষামন্ত্রী অ্যাডেলিনো আমারো দা কস্তাকে বহনকারী হেলিকপ্টার রাজধানী লিসবনে টেকঅফের পর বিধ্বস্ত হয়। পরের বছর ইকুয়েডরের তৎকালীন প্রেসিডেন্ট জেইমে রোল্ডোস আগুইলেরা এবং প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মার্কো সুবিয়া মার্টিনেজ পেরুর সীমান্তের কাছে দুর্ঘটনায় প্রাণ হারান।

দুর্ঘটনায় বিশ্বনেতাদের নিহতের এমন তালিকায় আরও আছেন লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রশিদ কারামি, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জিয়া-উল-হক এবং মার্কিন রাষ্ট্রদূত আর্নল্ড লুইস রাফেল।

×