ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পরমাণু চুক্তি থেকে ইরানের বেরিয়ে যাওয়া ঠেকানোর চেষ্টা করছে ইইউ

প্রকাশিত: ০৮:১৭, ২৮ জুন ২০১৯

পরমাণু চুক্তি থেকে ইরানের বেরিয়ে যাওয়া ঠেকানোর চেষ্টা করছে ইইউ

আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে ইরানের বেরিয়ে যাওয়া ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপী ইউনিয়ন (ইইউ)। মধ্যপ্রাচ্য তথা উপসাগরের সঙ্কট যাতে আর ঘনীভূত না হয় সেজন্য ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর উদ্যোগ নিচ্ছে ইইউ। ইরান ও ইইউয়ের মধ্যে বাণিজ্য সহজ করতে কয়েক লাখ ইউরো ক্রেডিট লাইন ঘোষণা করবে ইউরোপীয় দেশগুলো। ২০১৫ সালের আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে ইরান যাতে বেরিয়ে না যায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হচ্ছে। ইরান আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেলে উপসাগরের সঙ্কট নিশ্চিতভাবে আরও ঘনীভূত হবে। আর প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র চায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি চুক্তি থেকে সরে আসুক এবং তেহরানের ওপর অবরোধ আরোপে ওয়াশিংটনের সঙ্গে যোগ দিক। ভিয়েনায় ইরানের আন্তর্জাতিক পরমাণু চুক্তির যৌথ কমিশনের এক বৈঠকে অপেক্ষাকৃত ভাল একটি ক্রেডিট লাইনের ঘোষণা দেয়া হবে। জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব এ্যাকশন (জেসিপিওএ) নামে ২০১৫ সালের আন্তর্জাতিক চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বেরিয়ে আসে গতবছর। এর পর থেকে দেশটি ইরানের ওপর কঠোর অবরোধ আরোপ করে আসছে। -গার্ডিয়ান
×