ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিরল মুদ্রা

প্রকাশিত: ০৮:৩৮, ১৯ মে ২০১৯

 বিরল মুদ্রা

ব্রিটেনে একটি সড়ক মেরামতের সময় রোমান যুগের দুইটি মুদ্রা পাওয়া গেছে। ওই মুদ্রায় উপিউস কর্নেলিউস লাইলিয়ানুস নামের এক রোমান সম্রাটের চিত্র মুদ্রিত রয়েছে। এই সম্রাট খ্রিস্টপূর্ব ২৬৯ অব্দে মাত্র দুই মাস সম্রাট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তাকে হত্যা করা হয়। ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ স্টিফ শার্লক বলেন, এই মুদ্রা ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। কারণ ওই আমলের মাত্র একটি মুদ্রার অস্তিত্ব রয়েছে। তবে এটি নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করেন তিনি। মুদ্রাটি নিয়ে আরও পরীক্ষা চালানোর পর এটি প্রদর্শন করা হবে। -ডিসকভারি চ্যানেল
×