ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার সংসদ ও রাজনৈতিক দলগুলোর সার্ভার হ্যাকড

প্রকাশিত: ০২:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

অস্ট্রেলিয়ার সংসদ ও রাজনৈতিক দলগুলোর সার্ভার হ্যাকড

অনলাইন ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, চলতি মাসের শুরুতে দেশের বড় বড় রাজনৈতিক দল ও কেন্দ্রীয় সংসদের কম্পিউটার নেটওয়ার্কে অনুপ্রবেশ ঘটেছিল। হ্যাকিংয়ের বিষয়ে তদন্ত শুরুর ১০ দিন পর সোমবার এমন ঘোষণা দিলেন স্কট মরিসন। দেশটিতে শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী স্কট মরিসন অবশ্য দাবি করেছেন, হ্যাকিংয়ের কারণে নির্বাচনী প্রক্রিয়া কোনো বাধা সৃষ্টির এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রথমে মনে করা হয়েছিল শুধু সংসদের সার্ভারই এ অনুপ্রবেশ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পরে জানা যায় বেশ রাজনৈতিক দলগুলোর নেটওয়ার্ট দখলে নেয় হ্যাকাররা। সংসদে স্কট মরিসন আরও বলেছেন, আমরা জানতে পেরেছি লিবারেল, লেবার, ন্যাশনালসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেটওয়ার্ট হ্যাকিংয়ের কবলে পড়েছে। সূত্র: আল জাজিরা ও বিবিসি
×