ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফার্স্ট ক্লাসের দামে ইকোনমিক ক্লাসের টিকিট!

প্রকাশিত: ১৮:৪২, ১৬ জানুয়ারি ২০১৯

ফার্স্ট ক্লাসের দামে ইকোনমিক ক্লাসের টিকিট!

অনলাইন ডেস্ক ॥ মানুষ মাত্রই ভুল করে। তাই বলে এত বড় ভুল! সাড়ে ১৩ লাখ টাকার টিকিট কিনা বিক্রি হলো মাত্র ১ লাখ ২৫ হাজার টাকায়! তা-ও একটি নয়, বেশ কয়েকটি। এমন মারাত্মক ভুল কাজটি করেছে হংকংয়ের ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনস সংস্থাটি। বিমানের ফার্স্ট ক্লাসের টিকিট ভুল করে ইকোনমি ক্লাসের দামে বিক্রি করেছে সংস্থাটি। এতে পোয়াবারো হয়েছে যাত্রীদের। কারণ ভাগ্যবান যাত্রীরা ইকোনমি ক্লাসের টিকিটের দামে আয়েশ করে বিমান যাত্রা করেছেন ফার্স্ট ক্লাসে। বিবিসি জানিয়েছে, হংকং থেকে পর্তুগাল যাওয়ার টিকিট কাটতে গিয়ে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ওই যাত্রীদের সঙ্গে। তবে এই প্রথম নয়, গত এক মাসে দু’বার একই ভুল করল সংস্থাটি। ক্যাথে প্যাসেফিক সংস্থার বিমানে হংকং থেকে পর্তুগাল যাওয়ার ভাড়া ফার্স্ট ক্লাসে ১৬ হাজার ডলার (১৩ লাখ ৪৫ হাজার টাকা)। তবে রোববার ওই টিকিটই সংস্থাটি বিক্রি করেছে ইকোনমি ক্লাসের টিকিটের মূল্যে, এক হাজার ৫১২ ডলারে (১ লাখ ২৭ হাজার টাকা)। ক্যাথে প্যাসেফিক কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তারা তদন্ত করে দেখছে। কীভাবে এত বড় ভুল বারবার হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে, খুব অল্পসংখ্যক যাত্রীকেই এই ভুল টিকিট বিক্রি করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। দুই সপ্তাহ আগেও ভাড়া নিয়ে একই ভুল করেছিল সংস্থাটি। ভিয়েতনাম থেকে নিউইয়র্কগামী ফ্লাইটের ফার্স্ট ক্লাসের ১৬ হাজার ডলারের টিকিট মাত্র ৬৭৫ ডলারে বিক্রি করা হয়।
×