ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইতালিতে ঝড়ো হাওয়া ও ভারি বর্ষণ ॥ ২০ জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:২৫, ৪ নভেম্বর ২০১৮

ইতালিতে ঝড়ো হাওয়া ও ভারি বর্ষণ ॥ ২০ জনের মৃত্যু

ইতালির উত্তরাঞ্চলে চলতি সপ্তাহে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে অন্তত ২০ জনের মৃত্যু ও কয়েক হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপির। শুক্রবার সার্দিনিয়ায় বজ্রপাতে ৮৭ বছর বয়সী এক নারী ও ৬২ বছর বয়সী এক জার্মান পর্যটক মারা গেছে। এই নিয়ে চলতি সপ্তাহে শুরু হওয়া এই ঝড়ে মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার পার্বত্য অঞ্চলের দোলোমিতেস রেঞ্জে ঝড়ে বহু গাছ উপড়ে গেছে। ঝড়টি বেনেতো অঞ্চলের ব্যাপক ক্ষতি করেছে। এই অঞ্চলের গাছ থেকে দিয়াশলাইলের কাঠি তৈরি করা হয়। ভেনেতোর গবর্নর লুকা জাইয়া বলেন, ‘মনে হলো ভূমিকম্প হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘কয়েক হাজার হেক্টর বনভূমি ধ্বংস হয়ে গেছে।’ ঝড়ের কারণে ১ লাখ ৬০ হাজার মানুষ বিদ্যুতবিহীন অবস্থায় আছে।
×