ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আহত কচ্ছপের টয় হুইল চেয়ার

প্রকাশিত: ০৪:৪৮, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 আহত কচ্ছপের টয় হুইল চেয়ার

মেরিল্যান্ড চিড়িয়াখানার এক আহত বক্স কচ্ছপের জন্য একটি হুইল চেয়ার তৈরি করা হয়েছে। যেটি কচ্ছপটিকে চলাচল করতে সহায়তা করছে। চিড়িয়াখানার এক কর্মচারী জুলাই মাসে ড্রিউড হিল পার্কে পাহারা দেয়ার সময় তাকে খুঁজে পায়। তার শরীরের শেলের নিচের দিকে বেশ কয়েকটি অংশে চিড় পাওয়ার পর চিকিৎসকরা তাকে সেখান থেকে সরিয়ে নেয়। পশুস্বাস্থ্য বিভাগের উর্ধতন পরিচালক ডাঃ এলন ব্রনসন বলেন, কচ্ছপটির বিভিন্ন স্থান ফেটে যাওয়ায় তার গতিশীলতা বজায় রাখার জন্য সঠিক চিকিৎসা দেয়া অনেক কঠিন হয়ে পড়ে। পরে চিকিৎসকদের একটি দল লেগোর সহায়তায় হুইল চেয়ার বানায়। এটি কচ্ছপটির আহত অংশগুলো ঢেকে রেখে তাকে মাটিতে চলাচলের সুযোগ করে দিয়েছে। -ইউপিআই
×