ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাগদাদে রাশিয়াসহ চার দেশের কমান্ডারদের বৈঠক

প্রকাশিত: ০৪:০৪, ৩ সেপ্টেম্বর ২০১৮

 বাগদাদে রাশিয়াসহ চার দেশের কমান্ডারদের বৈঠক

ইরান, ইরাক, রাশিয়া ও সিরিয়ার শীর্ষ সেনা কমান্ডাররা নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। ইরাকের রাজধানী বাগদাদে শনিবার চার দেশের কমান্ডারদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর ওয়েবসাইটের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইরাকে এ চার দেশের একটি যৌথ সহযোগিতা কেন্দ্র রয়েছে। ইরাক ও সিরিয়ায় তৎপর দায়েশসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এ কেন্দ্র থেকে সমন্বিতভাবে ব্যবস্থা নেয়া হয়। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশের সশস্ত্র বাহিনীর ডেপুটি চীফ অব স্টাফের নেতৃত্বে তিন দেশের সামরিক কর্মকর্তাদের স্বাগত জানানো হয় এবং নিরাপত্তা ও গোয়েন্দা বিষয়ে সহযোগিতা ও সমন্বয় জোরদার করার লক্ষ্যে এ বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। সিরিয়ার প্রতিনিধি দলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সালিম হারবা বলেন, মানবতার জন্য হুমকি সন্ত্রাসবাদকে মোকাবেলা করার বিষয়ে চার দেশের মধ্যে চুক্তি হয়েছে। এ সময় তিনি সতর্ক করে বলেন, মার্কিন চক্র সিরিয়ায় নতুন করে রাসায়নিক হামলা চালিয়ে দামেস্ক সরকারকে দায়ী করার ষড়যন্ত্র করছে। সিরিয়ার ওপর সামরিক আগ্রাসন চালানোর ক্ষেত্র তৈরি করতে মার্কিনীরা এ ষড়যন্ত্র করছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে ইরাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর দাবি নাকচ করে দিয়েছে ইরান। তেহরান কিছু পশ্চিমা গণমাধ্যমের এ দাবিকে উদ্ভট, অর্থহীন ও হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছে। ইরান ইরাকে নিজের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। এ ভিত্তিহীন খবরের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, কিছু চিহ্নিত মহল ও কিছু গণমাধ্যম ইরান থেকে ইরাকে ক্ষেপণাস্ত্র পাঠানোর যে দাবি করেছে তার বিন্দুমাত্র ভিত্তি নেই।
×