ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রথম মুসলিম নারী

প্রকাশিত: ০৬:২৩, ৪ আগস্ট ২০১৮

  প্রথম মুসলিম নারী

মার্কিন কংগ্রেস সদস্যের দৌড়ে প্রথম মুসলিম নারী হিসেবে লড়ছেন তাহেরা আমাতুল-ওয়াদুদ নামের এই নরী। তিনি ম্যাসাচুয়েটস এলাকা থেকে লড়ছেন। তিনি যদি জয়ী হন তাহলে তিনি হবেন তার জেলার এবং আফ্রিকান আমেরিকান প্রথম নারী কংগ্রেসম্যান। আমাতুল-ওয়াদুদ সাত সন্তানের জননী, একজন আইনজীবী, একজন সমাজকর্মী এবং একজন মুসলিম। তিনি সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং রোজা রাখেন। তার বয়স ৪৪ বছর।-এএফপি
×