ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ডিআর কঙ্গোর সেনা ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় নিহত ৮

প্রকাশিত: ০৪:৩৯, ১৮ জুলাই ২০১৮

ডিআর কঙ্গোর সেনা ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় নিহত ৮

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে সোমবার বিদ্রোহীদের এক হামলায় আটজন নিহত হয়েছে। উগান্ডান বিদ্রোহী এ্যালায়িড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) সদস্যরা এ হামলা চালিয়েছে। সংশ্লিষ্ট সূত্র একথা জানিয়েছে। খবর এএফপির। কঙ্গোর নর্থ কিভু প্রদেশে বেনির প্রায় ৬০ কিলোমিটার পূর্বে কবাসাওয়ায় একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আঞ্চলিক সেনা মুখপাত্র ক্যাপ্টেন মক হাজুকে বলেন, বিদ্রোহীদের হামলায় ‘তিন সৈন্য নিহত হওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। হামলায় আরও তিন সৈন্য আহত হয়েছে।’ তিনি আরও জানান, সেখানে পাল্টা অভিযানে ২ বিদ্রোহী নিহত হয়েছে। এ হামলায় আরও ৩ বেসামরিক লোকের মৃত্যু হয়েছে। তিনি জানান, এ সময় হামলাকারীরা ঘাঁটির স্বাস্থ্য কেন্দ্রে থাকা ওষুধ লুট করে। এডিএফ হচ্ছে উগান্ডা প্রেসিডেন্ট ইয়োরি মুসাভেনিবিরোধী মুসলিম বিদ্রোহীদের নিয়ে গঠিত একটি মিলিশিয়া গ্রুপ। গ্রুপটি ডিআর কঙ্গোতেও সক্রিয় রয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তেল কেনা বন্ধ করল চীনা কোম্পানি চীনের সবচেয়ে বড় বেসরকারী তেল কোম্পানি শানমং ডংমিং পেট্রোকেমিক্যাল কোম্পানি যুক্তরাষ্ট্র থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে। কোম্পানিটি যুক্তরাষ্ট্রের পরিবর্তে ইরান থেকে তেল কেনার পরিকল্পনা নিয়েছে। খবর ওয়েবসাইট। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যখন বাণিজ্যযুদ্ধ চলছে এবং ইরান থেকে যখন চীনকে তেল কেনা হতে বিরত রাখার চেষ্টা করছে মার্কিন সরকার তখন এ খবর বের হলো। সোমবার শানমং পেট্রোকেমিক্যাল কোম্পানি তাদের ওয়েবসাইটে এ খবর দিয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত জানায় নি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মারাত্মক রকমের বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছে এবং চীনের বহুসংখ্যক পণ্যের ওপর ব্যাপক মাত্রায় শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে এবং এর মধ্যে মার্কিন তেল রয়েছে। ফলে চীনা কোম্পানিটি ইরান থেকে তেল কিনে তাদের সরবরাহ ঠিক রাখতে চায়।
×