ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিন লাদেনের দেহরক্ষীকে তিউনিসিয়ার কাছে হস্তান্তর

প্রকাশিত: ০৪:৫৩, ১৫ জুলাই ২০১৮

   বিন লাদেনের দেহরক্ষীকে তিউনিসিয়ার  কাছে হস্তান্তর

আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের তিউনিসীয় বংশোদ্ভূত দেহরক্ষী সামি আল-আদাউদি’কে জার্মান সরকার তিউনিসিয়ার কাছে হস্তান্তর করেছে। তিউনিসিয়ার বিচার বিভাগের আহ্বানে সাড়া দিয়ে সম্প্রতি এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খবর ওয়েবসাইট। তিউনিসিয়ার ‘শামস এফএম’ রেডিও জানিয়েছে, দেশটির বিচার বিভাগে দায়ের করা মামলায় আদাউদি’র বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেসবের মধ্যে রয়েছে, গোপনে আফগানিস্তানে আল-কায়েদার কাছে থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ এবং জার্মানিতে জঙ্গী তৎপরতা পরিচালনা করা। এছাড়া, তিউনিসিয়ায় চালানো একাধিক সন্ত্রাসী হামরায় আদাউদি’র সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
×