ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইরানে আইএসের হামলার ঘটনায় আটজনের মৃত্যুদন্ড

প্রকাশিত: ০৪:৫৪, ১৪ মে ২০১৮

ইরানে আইএসের হামলার ঘটনায় আটজনের মৃত্যুদন্ড

গত বছর তেহরানে পার্লামেন্ট ভবন ও সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজারে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে আট ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। দেশটিতে ইসলামিক স্টেটের (আইএস) চালানো প্রথম ওই প্রাণঘাতী হামলায় ১৮ জন নিহত হয়েছিলেন। রবিবার ইরানের বিপ্লবী আদালত ওই হামলার ঘটনায় দোষী সাব্যস্ত আট জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন, খবর বার্তা সংস্থা রয়টার্সের। দণ্ডপ্রাপ্তরা চাইলে ইরানের সর্বোচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপীল করতে পারবেন বলে জানিয়েছেন বিপ্লবী আদালতের প্রধান মুসা গজনফারাবাদি। হতাহতদের পরিবারের সদস্যরা ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে। আদালত পরে সেসব অভিযোগও শুনবে বলে জানিয়েছেন গজনফারাবাদি। সুন্নি মুসলিম জঙ্গী গোষ্ঠী আইএসকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবই মদদ দিয়ে আসছে বলে অভিযোগ শিয়া মুসলিম প্রধান ইরানের।
×