ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অগ্নিকান্ডে ধসে পড়ল ২৬ তলা ভবন

প্রকাশিত: ০৪:৩৪, ৩ মে ২০১৮

অগ্নিকান্ডে ধসে পড়ল ২৬ তলা ভবন

ব্রাজিলের সাও পাওলোতে আগুন ধরে ২৬ তলা একটি ভবন ধসে পড়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছে এবং তিনজন নিখোঁজ রয়েছে। গ্যাস বিস্ফোরণ থেকে ভবনটিতে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। খবর ওয়েবসাইট। বহুতল ওই ভবনটি অবৈধ বাসিন্দাদের দখলে ছিল। ভবনের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে ফায়ার কর্তৃপক্ষ আশঙ্কা করছে। আগুনের শিখা ভবনের নিচতলা থেকে দ্রুত ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনকেও গ্রাস করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ব্রাজিলের কেন্দ্রীয় পুলিশ বাহিনী কয়েক বছর আগে অফিস ভবনটি খালি করে দেয়ার পর পরিত্যক্ত এ ভবনে আশ্রয় নেয় ৫০টি পরিবার। ভবনটির নিচের ১০ টি তলাতেই প্রায় ১৫০ লোকের বাস। সাও পাওলোর এসতাদাও পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির অস্থায়ী আবাসিক কম্পার্টমেন্টগুলো কাঠের তৈরি হওয়ায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে।
×