ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্রচণ্ড খরার কবলে ইরাকের দক্ষিণাঞ্চল

প্রকাশিত: ০৪:০৯, ২৬ এপ্রিল ২০১৮

প্রচণ্ড খরার কবলে ইরাকের দক্ষিণাঞ্চল

ইরাকের দক্ষিণাঞ্চলের বাসিন্দা আবু আলী খুব সতর্কতার সঙ্গে একটি কূপ থেকে পাম্পের সাহায্যে তার রোদের খরতাপে ফেটে যাওয়া শুষ্ক জমিতে পানি দেয়ার জন্য জেনারেটর চালু করছেন। এই গ্রামে কাররই কূপ থেকে পানি তোলার প্রয়োজন ছিল না। কিন্তু চলমান তীব্র খরা গ্রামবাসীদের কৃষি ও জীবিকার ওপর হুমকি হিসেবে দেখা দিয়েছে। খবর এএফপির। কৃষক আবু আলী (৭৩) বলেন, ‘গত বছর থেকে নদীটি শুকাতে শুরু করে। আজ আমাদের পানির একমাত্র উৎস কুয়া।’ ছোটবেলা থেকে আবু আলী ও তার পরিবার সাঈদ দাখিলের এই গ্রামে বাস করছেন। গ্রামটি বাগদাদ থেকে প্রায় ৩শ’ কিলোমিটার দক্ষিণে ও নাসারিয়া নগরীর পূর্বে অবস্থিত। একটি কূপ খনন করতে আবু আলীর ১ হাজার ৬শ’ মার্কিন ডলার খরচ হয়েছে। তিনি বলেন, ‘কূপ থেকে তোলা পানি আমরা আমাদের গরু ও ভেড়াকে খাওয়াই। বিস্বাদ হওয়া সত্ত্বেও এই পানি দিয়েই আমরা রান্না করি। এমনকি বাধ্য হয়ে এই পানিই পান করি।’ তার পরনে ইরাকের ঐতিহ্যবাহী পোশাক। তার পরিবারের প্রধান খাবার পানির উৎস ছোট ছয়টি জলাধার। সপ্তাহে অন্তত একবার প্রায় ২০ হাজার দিনারের বিনিময়ে এগুলো পূর্ণ করা হয়। আবু আলী এই গ্রামেই থেকে যাবেন বলে বদ্ধপরিকর।
×