ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এখনই দেশে ফিরছেন না মোশাররফ

প্রকাশিত: ০৪:৪৮, ৯ এপ্রিল ২০১৮

এখনই দেশে ফিরছেন না  মোশাররফ

পাকিস্তানের সাবেক সেনাশাসক ও অল পাকিস্তান মুসলিম লীগ (এপিএমএল) প্রধান পারভেজ মোশাররফ মে মাসের শেষ নাগাদ এমনকি জুন মাসের প্রথম পর্যন্ত দেশে ফেরার পরিকল্পনা স্থগিত করেছেন। দলের নেতাদের সঙ্গে পরামর্শ শেষে শনিবার তিনি তার সিদ্ধান্তের কথা জানান। এক্সপ্রেস ট্রিবিউন। এ বছর জুনের প্রথম দিকে পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। এপিএমএলের কেন্দ্রীয় নেতৃত্ব মোশাররফের দেশে ফেরার তারিখ নির্ধারণ করবে। দল সিদ্ধান্ত নিয়েছে যে, কেন্দ্রীয় সরকারের কাছে একটি নতুন আবেদন করা হবে। যাতে মোশাররফের নিরাপত্তার স্বার্থটি বিশেষভাবে তুলে ধরা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক এপিএমএল নেতা জানান, তার জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করতে সরকার পারবে না বলে আবেদনটি করা হয়েছে। এই কারণেই তিনি দেশে ফেরার পরিকল্পনা পরিবর্তন করেছেন। দলীয় নেতৃত্ব বিশ্বাস করে যে, নতুন আইনে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে সাবেক প্রেসিডেন্টকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে। মে মাসে মোশাররফের দেশের ফেরার কথা ছিল। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বিরুদ্ধে এতটি জোট গঠনের চেষ্টা করছে এপিএমএল। যাতে আসন্ন নির্বাচনে তারা একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে। এখনও পর্যন্ত দলটি পাকিস্তান আওয়ামী ইত্তিহাদের সঙ্গে জোট করেছে। আসন্ন নির্বাচনে অংশ নিতে পরে দলটি মুত্তাহিদা লীগ নামে পুনরায় নাম নেয়। মোশাররফ চেষ্টা করছেন অন্যান্য দলগুলো থেকে আরও বেশি সমর্থন আদায়ের। এ লক্ষ্যে তিনি তার জোটে পিটিআই, পিএমএলকিউ, পিএমএলএফ, বিএপি ও এমকিউএমপি দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। দেশে ফিরে তিনি দলগুলোর নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন। দলীয় সূত্র জানায়, মোশাররফের দেশের ফেরার মধ্য দিয়েই এপিএমএল দলকে নতুন জীবন দেবে।
×