ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টানা ৮ ঘণ্টা বক্তৃতা

প্রকাশিত: ০৮:৫৩, ৯ ফেব্রুয়ারি ২০১৮

টানা ৮ ঘণ্টা বক্তৃতা

মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য ন্যান্সি পেলোসি ১০৮ বছরের রেকর্ড ভেঙ্গে বুধবার টানা ৮ ঘণ্টা বক্তৃতা দিয়েছেন। বক্তৃতার বিষয়বস্তু ছিল অনিবন্ধিত অভিবাসী ও তাদের সন্তান। পেলোসি সকাল ১০ টা ৪ মিনিটে বক্তৃতা শুরু করে সন্ধ্যা ৬টা ১১ মিনিটে শেষ করেন। পুরোটা সময় তিনি ৪ ইঞ্চি হিল জুতা পরে দাঁড়িয়েছিলেন। এ সময়ের মধ্যে তিনি পানি ছাড়া অন্য কিছু খাননি। -সিএনএন বাসায় টিভি, ভিডিও গেম নেই ‘মার্ডার অন দ্য ওরিয়েন্ট এক্সপ্রেস’ খ্যাত হলিউড অভিনেত্রী পেনেলোপি ক্রুজের বাসায় কোন টেলিভিশন নেই, ভিডিও গেমসও নেই। তিনি স্বামী (স্প্যানিশ অভিনেতা হাভিয়ার বার্ডেম) ও দুই সন্তানকে নিয়ে লন্ডনে থাকেন। তার মতে, শিশু কিশোররা বেশি সময় টেলিভিশন বা ভিডিও গেমস, মোবাইল ফোন বা ইন্টারনেটে বেশি সময় দিলে তাদের মানসিক ও সামাজিক বিকাশ ব্যাহত হবে। -ইন্ডেপেন্ডেন্ট
×