ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিতর্কিত নির্বাচন হন্ডুরাসে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত এক

প্রকাশিত: ০৪:৩১, ২২ জানুয়ারি ২০১৮

 বিতর্কিত নির্বাচন হন্ডুরাসে রক্তক্ষয়ী  সংঘর্ষ, নিহত এক

হন্ডুরাসে গত বছরের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল নিয়ে দাঙ্গা পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। দেশজুড়ে চলা বিক্ষোভ দমনে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে; বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বসানো অবরোধও সরানো হয়েছে। বিবিসি। শনিবার উত্তরাঞ্চলীয় শহর সাবায় নিহতের ঘটনা ঘটে। গত বছরের নবেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকরা দেশজুড়ে এ প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছিল। ডিসেম্বরে কয়েকদিন ধরে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ক্ষমতাসীন প্রেসিডেন্ট হুয়ান অরলান্ডো হার্নান্দেজকে নির্বাচনে জয়ী ঘোষণা করা হয়। শনিবার রাজধানী তেগুসিগালপার ২১০ কিলোমিটার উত্তর-পূর্ব শহর সাবায় রাস্তা অবরোধ করে বসে থাকা বিক্ষোভকারীদের সরাতে পুলিশ গুলি ছুড়লে ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত ও আরেকজন আহত হন। দেশটিতে গত বছরের ২৫ নবেম্বর হওয়া প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছে। ব্যালট গণনার জন্য ঠিক করা ইলেকটরাল ট্রাইব্যুনাল নিয়ে বিরোধী নেতা সালভাদর নাসরাল্লা তার গভীর সন্দেহের কথা জানিয়েছেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট হার্নান্দেজের দলের নিয়ন্ত্রণে থাকা পার্লামেন্ট ওই ট্রাইব্যুনাল নিয়োগ দিয়েছিল বলেই ফল নিয়ে সন্দেহ তার। ফল গণনার শুরুর দিকে নাসরাল্লাই এগিয়ে ছিলেন। যদিও পরের দিকে হার্নান্দেজ এগিয়ে যান এবং শেষ পর্যন্ত গণনাকৃত ফলে ক্ষমতাসীন প্রেসিডেন্টের পক্ষেই পাল্লা ভারি দেখা যায়। নাসরাল্লার অভিযোগ, নির্বাচনী কর্তৃপক্ষ ফলে কারচুপি করেছে।
×