ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সিরিয়ার অবরুদ্ধ শহর থেকে অসুস্থ শিশুদের সরিয়ে নেয়া শুরু

প্রকাশিত: ০৫:৩২, ২৮ ডিসেম্বর ২০১৭

সিরিয়ার অবরুদ্ধ শহর থেকে অসুস্থ শিশুদের সরিয়ে নেয়া শুরু

সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী অবরুদ্ধ বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা পূর্ব গৌতা থেকে গুরুতর অসুস্থদের সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে বলে রেডক্রস জানিয়েছে। খবর বিবিসির। রেডক্রস এক টুইটে জানিয়েছে, পূর্ব গৌতা থেকে গুরুতর অসুস্থদের রাজধানীতে সরিয়ে নেয়া শুরু হয়েছে। গত সপ্তাহে ব্রিটেনের একটি ত্রাণ সংস্থা জানিয়েছিল, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ওই এলাকা থেকে ক্যান্সার আক্রান্ত সাতটি শিশুকে সরিয়ে নেয়ার অনুরোধ বিবেচনা করে দেখছেন। আসাদ অনুগত সিরীয় বাহিনী গত চার বছর ধরে পূর্ব গৌতা এলাকাটি অবরোধ করে রেখেছে। এতে এলাকাটির প্রায় চার লাখ বাসিন্দা অবরুদ্ধ হয়ে আছেন।
×