ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মানবাধিকার কর্মীর দন্ড

প্রকাশিত: ০৪:৪৫, ২৭ ডিসেম্বর ২০১৭

মানবাধিকার কর্মীর দন্ড

চীনের খ্যাতিমান মানবাধিকার কর্মী উন গানকে দেশটির এক আদালত মঙ্গলবার আট বছরের কারাদন্ড প্রদান করেছে। অনলাইন জগতে ‘অতি বর্বর কসাই’ নামে পরিচিত গানকে ২০১৫ সালে গ্রেফতার করা হয়। উন জানান, তিনি আদালতের রায়ের বিরুদ্ধে আপীল করবেন। গত দু’বছর পূর্বে দমনাভিযান শুরু হওয়ার পর মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকে সে সময় গ্রেফতার করা হয়। আদালত তার বিরুদ্ধে ‘ভুল তথ্য প্রকাশ’ ও ‘অন্যের ওয়েবসাইটে প্রবেশের’ জন্য অভিযুক্ত করেছে। -বিবিসি অবশেষে সাক্ষাত... গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদন্ড-প্রাপ্ত কুলভূষণ যাদবের সঙ্গে সোমবার ইসলামাবাদে দেখা করলেন তার স্ত্রী ও মা। তাদের কথা হলো ৪০ মিনিট। তাদের মাঝে আড়াল ছিল একটি কাচের দেওয়ালের। সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার পর দেড় বছর ধরে পাকিস্তানের জেলে বন্দী রয়েছেন কুলভূষণ। এ দিন ইসলামাবাদে কুলভূষণের স্ত্রী চেতনকুল ও মা অবন্তী দেবীকে নিয়ে যান ভারতের ডেপুটি হাইকমিশনার জে পি সিংহ। -টাইমস অব ইন্ডিয়া
×