ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভিয়েতনামে ঘূর্ণিঝড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৯

প্রকাশিত: ০৫:১২, ৭ নভেম্বর ২০১৭

ভিয়েতনামে ঘূর্ণিঝড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৯

ভিয়েতনামে ঘূর্ণিঝড় ডামরের তান্ডবে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪৯ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত আরও ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার কান হোয়া প্রদেশের নিয়া চ্যাং শহরের কাছ দিয়ে ঘূর্ণিঝড় ডামরে সাগর থেকে স্থলে উঠে আসে। খবর ওয়েবসাইটের। ঘূর্ণিঝড়টির বাতাসের তোড়ে ভিয়েতনামের বহু ঘরবাড়ির ছাদ উড়ে যায়, গাছপালা ভেঙ্গে পড়ে ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে যায়। তারপর থেকে দেশটির মধ্যাঞ্চলজুড়ে শুরু হওয়া ভারি বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। কমিউনিস্ট রাষ্ট্র ভিয়েতমানের দুর্যোগ প্রতিরোধ সংক্রান্ত স্টিয়ারিং কমিটি সোমবার জানিয়েছে, ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত ৪৯ জন নিহত ও ২৭ জন নিখোঁজ রয়েছেন। নিহতদের অধিকাংশই কান হোয়া প্রদেশের বাসিন্দা। কমিটির বিবৃতিতে বলা হয়, প্রায় দুই হাজার বাড়ি বিধ্বস্ত হয়েছে। ৮০ হাজারেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় রাস্তা ডুবে যাওয়ায় ও নষ্ট হয়ে যাওয়ায় মধ্যাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশের সড়কগুলোতে যানজট দেখা দিয়েছে। সোমবার এই মধ্যাঞ্চলের ডানাংয়ে এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রায় সব নেতার যোগ দেয়ার কথা রয়েছে।
×