ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উত্তেজনা বাড়ানোর ষড়যন্ত্রেই হারিরির পদত্যাগ ॥ ইরান

প্রকাশিত: ০৩:৪৬, ৬ নভেম্বর ২০১৭

উত্তেজনা বাড়ানোর ষড়যন্ত্রেই হারিরির পদত্যাগ ॥ ইরান

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়ানোর ষড়যন্ত্রের অংশ হিসেবেই লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি পদত্যাগ করেছেন বলে অভিযোগ করেছে ইরান। লেবাননের প্রধানমন্ত্রীর আকস্মিক এ পদত্যাগের পেছনে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব আছে বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনির এক উপদেষ্টা। খবর বিবিসির। ‘প্রাণনাশের শঙ্কায়’ শনিবার সৌদি আরব থেকে পাঠানো এক টেলিভিশন বার্তায় পদ ছেড়ে দেয়ার ঘোষণা দেন সাদ হারিরি; তেহরান লেবাননসহ বেশ কয়েকটি দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা হুসেইন শেখ আল-ইসলাম পাল্টা অভিযোগ করে বলেছেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে সাদ হারিরি নিজেই ষড়যন্ত্র করছেন। দুই বছরের রাজনৈতিক অচলাবস্থার পর গত বছর ক্ষমতা কাঠামো নিয়ে সুন্নি ও শিয়া সমর্থিত প্রধান দলগুলোর সমঝোতায় লেবাননের প্রধানমন্ত্রী হন সাদ হারিরি। সমঝোতায় অংশ নেয়া দলগুলোর মধ্যে হিজবুল্লাহও আছে, ২০০৫ সালে গাড়ি বোমা হামলায় হারিরির বাবা রফিক আল-হারিরির মৃত্যুর পেছনে শিয়া এই গোষ্ঠীটির হাত আছে বলে সন্দেহ করা হয়।
×