ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফিলিপিন্সের পর্যটন দ্বীপের নিরাপত্তা বাড়ানো হয়েছে

প্রকাশিত: ০৩:৪৯, ১৩ এপ্রিল ২০১৭

ফিলিপিন্সের পর্যটন দ্বীপের নিরাপত্তা বাড়ানো হয়েছে

ফিলিপিন্সের পর্যটন দ্বীপ বোহোলে নিরাপত্তার জন্য বুধবার সৈন্য পাঠানো হয়েছে । বুধবার দ্বিতীয় দিনে মারাত্মক অভিযান চালিয়ে দ্বীপটিতে লুকানো ভারি সশস্ত্র আবু সায়াফ গ্রুপের ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের বের করতে সামরিক বাহিনী সেখানে প্রবেশ করেছে। মঙ্গলবার জঙ্গী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপির। সেনাবাহিনী বলছে, মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আবু সায়াফের মতে, এর আগে ভোরে সরকারী বাহিনী ছয় বন্দুকধারীকে হত্যা করে। দক্ষিণ ফিলিপিন্স-ভিত্তিক কুখ্যাত এ গ্রুপটি আইএসের আনুগত্য স্বীকার করে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, সোমবার সমুদ্রপথে আসা বোহোল দ্বীপের একটি গ্রামীণ এলাকায় ১০ বন্দুকধারী অবস্থান করে। ইস্টার ছুটির জন্য সেখানে ভ্রমণ করতে আসা বিদেশী পর্যটকদের অপহরণ করার বিষয়ে তাদের (সেনাবাহিনী) আশঙ্কা বাড়ছে। সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেসটিটুটো প্যাডিলা সিএনএনকে বলেছেন, ওই এলাকায় সহায়তা করতে আমরা সৈন্যদের আসা অব্যাহত রেখেছি। প্রয়োজনে তাদের প্রতিস্থাপন করা হবে। জোরদার অভিযানের নির্দেশ দেয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর কত জন এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তা তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি। কিন্তু তিনি বলেছেন, তারা সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে।
×