ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভারত-পাকিস্তান সীমান্ত বাণিজ্য বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০৩:২৬, ১৮ মার্চ ২০১৭

ভারত-পাকিস্তান সীমান্ত বাণিজ্য বন্ধ ঘোষণা

ভারতীয় কর্তৃপক্ষ মঙ্গলবার পাকিস্তানের সঙ্গে তার নিয়ন্ত্রণ রেখা বরাবর আন্তঃসীমান্ত বাণিজ্য স্থগিত ঘোষণা করেছে। সীমান্ত জেলা পুঞ্চ-এ বিনা উস্কানিতে পাকিস্তানের অব্যাহত অস্ত্র বিরতি চুক্তি লঙ্ঘনের ফলে এই সিদ্ধান্ত গৃহীত হলো। পাকিস্তানী বাহিনীর গোলাগুলিতে চাকা-দা-বাগের ট্রেড ফ্যাসিলিটি সেন্টার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সোমবার পুঞ্চ থেকে পাকিস্তানের রাওলাকোট অভিমুখে আন্তঃসীমান্ত নিয়ন্ত্রণ রেখায় বাস চলাচল ‘সাবধানতামূলক ব্যবস্থা’ হিসেবে বন্ধ করে দেয়া হয়। ট্রেড ফ্যাসিলিটি সেন্টার-টিএফসির কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, ‘মঙ্গলবার ভারতীয় ব্যবসায়ীরা পণ্যবাহী ট্রাক চাকা-দা-বাগ জিরো পয়েন্টের উদ্দেশে পাঠিয়েছিলÑ কিন্তু পাকিস্তানী কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ রেখার গেট না খোলায় আমরা কিছুক্ষণ অপেক্ষার পর ফেরত চলে আসি।’ ১ মার্চ মোজাফফরাবাদ-শ্রীনগর রুটে চলাচলকারী একটি ট্রাক থেকে জম্মু ও কাশ্মীর পুলিশ মজুদকৃত অস্ত্রের একটি চালান আটক করেছে। অস্ত্রের এই চালানটিতে ছিল একটি চাইনিজ পিস্তল, পিস্তলের ম্যাগজিন, ১৪ রাউন্ড গুলি, চারটি একে ম্যাগজিনের গুলি, ১২০টি এ.কে. এ্যামুনিশন এবং দুটি চাইনিজ গ্রেনেড। এগুলো ট্রাকের এক গুপ্তকুঠরি থেকে ভারতীয় পুলিশ উদ্ধার করে। ২০০৮ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক স্থাপিত হয়। দুদেশের সম্পর্কের নানা টানাপোড়েনের মধ্যেই এটি চালু ছিল। হঠাৎ করেই গত বছরের আগস্ট মাসে কোনরূপ কারণ না দেখিয়েই পাকিস্তান এই বাণিজ্য স্থগিত করে দেয়। -টাইমস অব ইন্ডিয়া
×