ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আশাবাদী হয়ে উঠেছে আমেরিকা

প্রকাশিত: ০৫:০৫, ১৯ ডিসেম্বর ২০১৬

আশাবাদী হয়ে উঠেছে  আমেরিকা

ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচার অভিযানের সময় আমেরিকান রাজনীতির নিয়মনীতির প্রতি ভ্রƒক্ষেপ করেননি কোন। তিনি তখন বাকস্বাধীনতার মতো মৌলিক ধারণাগুলোর ব্যাপারে ব্যবহার করেছেন রূঢ় ভাষ্য থেকে শুরু করে সবিরাম তাচ্ছিল্য পর্যন্ত। অন্যদিকে, তিনি শনিবার প্রত্যয়ের সঙ্গে বলেছেন, নির্বাচনে তার বিজয়ের পর আমেরিকা আশাবাদী হয়ে উঠেছে। ফার্স্ট লেডি মিশেল ওবামার বিপারীত মন্তব্যের জবাবে তার প্রতি তাচ্ছিল্য প্রকাশ করে ট্রাম্প একথা বলেন। খবর এএফপির। ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে ৮ নবেম্বরের নির্বাচনে পরাজিত করার পর নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প উপহাস করে এসেছেন তাদের যারা বলেছেন, শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হবেন। রিপাবলিকান ধনকুবের প্রেসিডেন্ট হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামার সঙ্গে আনুষ্ঠানিক নির্বাচনোত্তর সাক্ষাতকালে দায়িত্ব গ্রহণের আগে এ অন্তর্বর্তী সময়ে অন্য এক নতুন পথের কথা ব্যক্ত করেন। ওভাল অফিসে তিনি পৃথক ধারণা ব্যক্ত করেন। তার সেদিনের কথায় ইঙ্গিত ছিল যে, এ ধনকুবের অন্য প্রেসিডেন্টের মতো হবেন না। নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার আলাবামার মোবাইলে তার ‘ধন্যবাদ জ্ঞাপন’ সফরের সর্বশেষ সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। তিনি উৎফুল্ল জনতার উদ্দেশে বলেন, তারা তো বলে যাচ্ছেন, প্রেসিডেন্ট হিসেবে তার উপহাস করা উচিত নয়। কিন্তু আমি মনে করি, আমাদের তা করা উচিত। তা যথার্থ নয় কি? সমাবেশে বিভিন্ন সেøাগান লেখা হ্যাট ও প্রচুর বর্ণাঢ্যলেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা যায় এবং হিলারিবিরোধী চিৎকার শোনা যায়। ট্রাম্প বলেন, আমরা সবকিছু বিপরীত করেছি। সত্যকে পেতে চাইলে এটাই হচ্ছে পথ। কারণ, এ ধরন তাদের জন্য নয়, কারণ তারা অসৎ।
×