ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিল ইংলিশ

প্রকাশিত: ০৪:১৫, ১৩ ডিসেম্বর ২০১৬

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিল ইংলিশ

নিউজিল্যান্ডের সমাজবাদী রক্ষণশীল অর্থমন্ত্রী ও উপ-প্রধানমন্ত্রী বিল ইংলিশ সোমবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী জন কির স্থলাভিষিক্ত হয়েছেন। জন কি গত সপ্তাহে আকস্মিকভাবে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। বিল ইংলিশ ওয়েলিংটনের গবর্নমেন্ট হাউসে শপথ নেন। এছাড়া উপ-প্রধানমন্ত্রী হিসেবে সামাজিক গৃহায়ণমন্ত্রী পলা বেনেটের নাম ঘোষণা করা হয়েছে। খবর এএফপি’র। দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল পার্টির ককাসের এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে বিল ইংলিশকে প্রধানমন্ত্রী ও পলা বেনেটকে উপ-প্রধানমন্ত্রী করা হয়। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে ইংলিশ বলেন, তিনি একদল শক্তিশালী এমপি এবং দেশের উন্নয়নে নতুন, ধ্যান ধারণা বাস্তবায়নে নেতৃত্ব দেবেন। তিনি বেনেটকে সুদর্শন, সুদক্ষ ও কর্মক্ষম বলে উল্লেখ করেন। প্রেমের দূত! ভার্জিনিয়া অঙ্গরাজ্যের উবের চালক জেনিস রজার (৬৪) প্রায় ৪০০ মাইল গাড়ি চালিয়ে এক তরুণীকে ব্রুকলিনে তার প্রেমিকের কাছে পৌঁছে দিয়েছেন, যাকে ‘প্রেমের দূত’ বললে অত্যুক্তি হয় না। একই সঙ্গে ভাঙলেন সবচেয়ে বেশিক্ষণ সফরের রেকর্ডও। কোথাও গাড়ি না থামিয়ে নির্দিষ্ট সময়ে ওই তরুণীকে পৌঁছে দেন তার প্রেমিকের কাছে। আক্ষরিক অর্থেই ভালবাসার সফর। -এই সময় ইসলামী মূল্যবোধসম্পন্ন কার্টুন পেপা পিগের মতোই জনপ্রিয় কিন্তু ইসলামী মূল্যবোধ সমর্থন করে এমন একটি কার্টুন সিরিজ তৈরি করতে যাচ্ছে অস্ট্রেলীয় প্রতিষ্ঠান ওয়ান ফর কিডস। তারা ‘বারাকা হিলস’ নামে কার্টুনটি নির্মাণের জন্য ১৫ হাজার ডলার সংগ্রহ করতে চাইছে। ‘পেপা পিগ’ একটি শূকর পরিবারের প্রতিদিনের জীবনভিত্তিক ব্রিটিশ কার্টুন, যা বিশ্বের ১৮০টি দেশে দেখানো হয়। এই কার্টুনের মূল উদ্দেশ্য হচ্ছে, ধর্মীয় বিধি পালনকারী একজন মুসলিমের জীবন কেমন ও সুনাগরিক হওয়াটাই বা কী, তা তারা শিশুদের দেখাতে চান। -বিবিসি
×